বাম-কংগ্রেস হাত মিলিয়ে খেলা ঘুরিয়ে দেবে না তো? আজ নজর ভগবানগোলা উপনির্বাচনেও

 প্রায় ৬৮.০৫ শতাংশ ভোট পেয়েছে ২০২১ সালে ভগবানগোলা বিধানসভা থেকে জয়ী হন ইদ্রিশ আলি। গত ১৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। সেই থেকে এই আসন বিধায়কহীন। হাত ঘুরিয়ে কখনও বাম, কখনও কংগ্রেস দখলে রেখেছে এই কেন্দ্রটি। তবে ২০২১-এর ভোটে পালা বদল ঘটে এখানে। ফোটে ঘাসফুল।

 বাম-কংগ্রেস হাত মিলিয়ে খেলা ঘুরিয়ে দেবে না তো? আজ নজর ভগবানগোলা উপনির্বাচনেও
ফাইল চিত্র

মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। আজ মঙ্গলবার মুর্শিদাবাদে লোকসভা ভোটের পাশাপাশি ভগবানগোলায় উপনির্বাচনও। তৃণমূল এখানে প্রার্থী করেছে রেয়াত হোসেন সরকারকে। অঞ্জু বেগম কংগ্রেসের প্রার্থী। বিজেপি প্রার্থী করেছে ভাস্কর সরকারকে।


প্রায় ৬৮.০৫ শতাংশ ভোট পেয়েছে ২০২১ সালে ভগবানগোলা বিধানসভা থেকে জয়ী হন ইদ্রিশ আলি। গত ১৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। সেই থেকে এই আসন বিধায়কহীন। হাত ঘুরিয়ে কখনও বাম, কখনও কংগ্রেস দখলে রেখেছে এই কেন্দ্রটি। তবে ২০২১-এর ভোটে পালা বদল ঘটে এখানে। ফোটে ঘাসফুল।

উপনির্বাচনে সেই জয় ধরে রাখতে মরিয়া তৃণমূল। অন্যদিকে কংগ্রেসও জোর কামড় বসাতে চাইছে। এবার তাদের হাত শক্ত করতে বামেরাও পাশে। ফলে বাম-কংগ্রেস এক হয়ে খেলা ঘুরিয়ে দিতে পারে কি না তা নিয়েই চর্চা চলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours