লখনউ শিবিরে কোনও অঙ্ক কাজ করছে কিনা বলা কঠিন। তেমনই মুম্বই শিবিরেও কী ভাবনা বোঝা মুশকিল। দু-দলের কাছেই হয়তো আবেগের ম্যাচ। মরসুমের শেষ ম্যাচটাই হয়তো একসঙ্গে শেষ ম্যাচ! আগামী আইপিএলে মেগা নিলাম হতে চলেছে। বেশির ভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিতে হবে। সংশ্লিষ্ট প্লেয়াররা আবারও একই টিমে খেলার সুযোগ পাবে, এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি।

হয়তো 'শেষ বার' একসঙ্গে! ওয়াংখেড়েতে আজ আবেগের ম্যাচ...

ওয়াংখেড়েতে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নরাই এ বার সকলের প্রথমে বিদায় নিয়েছে। এ বারের মতো শেষ ম্যাচে নামছে মুম্বই। ঘরের মাঠে সমর্থকদের মুখে যদি একটু হাসি ফোটানো যায়, লক্ষ্য হয়তো সেটাই। লখনউ সুপার জায়ান্টস নামমাত্র অঙ্কে টিকে রয়েছে। এখান থেকে প্লে-অফ কার্যত অসম্ভব। তবে সরকারি ভাবে বিদায় বলা যাবে না। সেটা শনিবার আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের পরই লেখা হবে। আর আজ যদি লখনউ হেরে যায়, কোনও অঙ্কই কাজ করবে না।


লখনউ শিবিরে কোনও অঙ্ক কাজ করছে কিনা বলা কঠিন। তেমনই মুম্বই শিবিরেও কী ভাবনা বোঝা মুশকিল। দু-দলের কাছেই হয়তো আবেগের ম্যাচ। মরসুমের শেষ ম্যাচটাই হয়তো একসঙ্গে শেষ ম্যাচ! আগামী আইপিএলে মেগা নিলাম হতে চলেছে। বেশির ভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিতে হবে। সংশ্লিষ্ট প্লেয়াররা আবারও একই টিমে খেলার সুযোগ পাবে, এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আজ যারা সতীর্থ, আগামী মরসুমে তারাই হয়তো প্রতিপক্ষ!

দু-বছর আগেই আইপিএলে আত্মপ্রকাশ হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। গত দু-মরসুমই প্লে-অফে জায়গা করে নিয়েছিল তারা। এ বারও শুরু থেকে সব ঠিকই চলছিল। শেষ দিকে খেই হারিয়েছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য শুরু থেকেই গুছিয়ে উঠতে ব্যর্থ। অধিনায়কত্ব হস্তান্তরের পালা বদল থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। এই ম্যাচ থেকে বরং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে মুম্বই ইন্ডিয়ান্সের বেশ কয়েকজনের।


মুম্বই শিবিরে বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরা। বিশ্বকাপের আগে তাঁর পারফরম্যান্স বড় প্রাপ্তি। তেমনই নজর থাকবে বিশ্বকাপের স্কোয়াডে থাকা সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার দিকে। জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা এ মরসুমে একটি সেঞ্চুরি করেছেন। তবে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। তেমনই বিশ্বকাপে রোহিতের ডেপুটি হার্দিক পান্ডিয়াও। লখনউয়ের বিরুদ্ধে হার্দিক-রোহিতদের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও বলা যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours