মুখ্যমন্ত্রী বললেন, 'কুসুম্বা গ্রামে আমি জন্মেছি। কিন্তু চাকাইপুরে যাওয়া হয়নি। ওটা আমার পিতৃদেবের গ্রাম। আমার পিতৃভূমি। কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। আমাদের অনেক দেবোত্তর সম্পত্তিও ছিল। সেগুলি আমার বাবা নেননি। আমার জ্যাঠামশাইয়ের ছেলে-মেয়েরা সেখানে আছেন, তাঁরাই দেখাশোনা 

লাভপুর: বীরভূমের কুসুম্বা গ্রামেই জন্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সেই কুসুম্বার কাছেই রয়েছে চাকাইপুর গ্রাম। লোকসভা ভোটের আগে বীরভূমের লাভপুরের সভা থেকে সেই গ্রামের কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো। এই অঞ্চলে তাঁদের পৈতৃক দেবোত্তর সম্পত্তি মন্দির নির্মাণের জন্য দিয়ে দিয়েছেন তিনি, সে কথাও শোনালেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, ‘কুসুম্বা গ্রামে আমি জন্মেছি। কিন্তু চাকাইপুরে যাওয়া হয়নি। ওটা আমার পিতৃদেবের গ্রাম। আমার পিতৃভূমি। কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। আমাদের অনেক দেবোত্তর সম্পত্তিও ছিল। সেগুলি আমার বাবা নেননি। আমার জ্যাঠামশাইয়ের ছেলে-মেয়েরা সেখানে আছেন, তাঁরাই দেখাশোনা করেন।’

এরপর মমতা নিজেই আফশোসের সঙ্গে বললেন, ‘আজ পর্যন্ত আমার চাকাইপুর যাওয়া হয়নি। এটা খুব খারাপ।’ তবে এরপর যখনই তিনি কুসুম্বা গ্রামে যাবেন, তখনই চাকাইপুর গ্রামে তিনি যাবেন বলে কথা দিলেন লাভপুরের সভা থেকে। মমতা জানালেন, ওই অঞ্চলে তিনি অনেকটা সময় কাটিয়েছেন ছোটবেলায়। কুসুম্বার আশপাশের অনেকগুলি গ্রামেও তাঁর চেনা, সে কথাও জানালেন মমতা।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours