সকালেই বেলেপুকুর প্রাইমারি স্কুলে আসেন দিলীপ। কর্মীদের সঙ্গে কথা বলেন। সেখান থেকেই পাল্টা তোপ দাগেন দিলীপ। তাঁর স্পষ্ট দাবি, বর্ধমান দুর্গাপুরে এই পরিস্থিতি তৈরি করতে তিনি দেবেন না। সে কারণেই তিনি এলাকায় ঘুরছেন। কর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন।
বিকাল ৫টা থেকে BJP কর্মীদের খুনের ‘হুমকি’, TMC MLA এর বিরুদ্ধে ফুঁসে উঠলেন দিলীপ
ফুঁসছেন দিলীপ
বেলেপুকুর: চতুর্থ দফার ভোট শুরু হতে না হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে লাগাতার অশান্তির খবর। শান্ত নেই বহরমপুর, দেদার অশান্তির ছবি বীরভূমেও। এবার বর্ধমানের কাঞ্চনপুর এলাকায় বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে যে পাঁচটায় পরে বিজেপির লোকদের খুন করা হবে। বর্ধমান দক্ষিণ এর বিধায়ক খোকন দাস ও তাঁর লোকজনের বিরুদ্ধে এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও।
সকালেই বেলেপুকুর প্রাইমারি স্কুলে আসেন দিলীপ। কর্মীদের সঙ্গে কথা বলেন। সেখান থেকেই পাল্টা তোপ দাগেন দিলীপ। তাঁর স্পষ্ট দাবি, বর্ধমান দুর্গাপুরে এই পরিস্থিতি তৈরি করতে তিনি দেবেন না। সে কারণেই তিনি এলাকায় ঘুরছেন। কর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন।
পাল্টা তোপ দেগে দিলীপ বলছেন, “খোকন দাস একটা ছিঁছকে মস্তান। কাউন্সিলরের মতো ব্যবহার করে। কাটমানি তোলে। সে এখানকার সব লোককে ভয় দেখাচ্ছে। খুন করে দেওয়ার হুমকি দিচ্ছে।”
Post A Comment:
0 comments so far,add yours