দীনেশ কার্তিক যে ফর্মে রয়েছেন, অনেকেই বলছেন তাঁকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা দেওয়া উচিত। বোর্ডের দল নির্বাচন কমিটি কী করবে, তা অবশ্য পরের ব্যাপার। আরসিবির পরবর্তী ম্যাচ কলকাতায়। ইডেনে গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে খেলবে আরসিবি। মাঠে নামার আগে দীনেশ কার্তিককে প্রবল অস্বস্তিতে ফেললেন বিরাট কোহলি।
কার্তিকের পছন্দের খেলোয়াড় কে? বিরাট জবাব দিলেন 'তোমার স্ত্রী'!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারও হতাশার পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। একই কথা প্রযোজ্য দীনেশ কার্তিককে নিয়েও। কেরিয়ারের এটিই শেষ আইপিএল। দুর্দান্ত সব ইনিংস খেলছেন। গত ম্যাচের কথাই ধরা যাক। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে আরসিবি। ব্যবধান মাত্র ২৫ রানের। বোর্ডে রেকর্ড ২৮৮ রান তাড়া করতে নেমেছিল আরসিবি। দীনেশ কার্তিক বিধ্বংসী একটা ইনিংস না খেললে বিশাল ব্যবধানে হারত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দীনেশ কার্তিক যে ফর্মে রয়েছেন, অনেকেই বলছেন তাঁকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা দেওয়া উচিত। বোর্ডের দল নির্বাচন কমিটি কী করবে, তা অবশ্য পরের ব্যাপার। আরসিবির পরবর্তী ম্যাচ কলকাতায়। ইডেনে গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে খেলবে আরসিবি। মাঠে নামার আগে দীনেশ কার্তিককে প্রবল অস্বস্তিতে ফেললেন বিরাট কোহলি। বোলাররা এ মরসুমে দীনেশ কার্তিককে এতটা অস্বস্তিতে ফেলতে পারেননি। যেটা ব্যাটার বিরাট করলেন।
দীনেশ কার্তিকের হাতে বেশ কিছু কাগজ। তাতে প্রশ্ন লেখা। উল্টোদিকে জবাবের অপেক্ষায় বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, রজত পাতিদার এবং মহম্মদ সিরাজ। দীনেশ কার্তিক একটি কাগজ তুলে পড়েন, ক্রিকেটের বাইরে আমার পছন্দের ক্রীড়াবিদ কে? দীনেশ কার্তিক কোনও জবাব দেওয়ার আগেই বিরাট বলেন, ‘তোমার স্ত্রী’। কার্তিক পুরোপুরি ক্লিন বোল্ড। বিরাটের কথায় হেসে বলেন, এটা সেরা উত্তর হতে পারে। কার্তিক অবশ্য জানান, তাঁর ভাবনায় অন্য একজনের নাম ছিল।
Post A Comment:
0 comments so far,add yours