এক চাকরিপ্রার্থীর কথায়, "সুপ্রিম কোর্টে তো সব পক্ষই গিয়েছে। এসএসসি, চাকরিহারা, রাজ্য সকলেই গিয়েছে। আমরাও যারা ওয়েটিং লিস্টে আছি, নিজেদের বঞ্চিত বলেই মনে করি, আমরাও যাব। আমাদের মনে হয় একটা প্যানেলে সতেরো রকমের দুর্নীতি হয়েছে। 

এসএসসি নিজে তার জায়গা পরিষ্কার করছে যে 'যোগ্যদের মধ্যেও কতজন অযোগ্য আছে সেটাও আমরা সঠিকভাবে বলতে পারছি না'। আমরা চাকরিপ্রার্থীরা মনে করি বেনিফিট অব ডাউট যোগ্যরা থাকুক, ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরও নিয়োগ দেওয়া হোক।"
এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা এসএলএসটি চাকরি প্রার্থীরা
এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানালেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা।

কলকাতা: এবার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করল ধর্মতলায় ধরনায় বসা ২০১৬ সালের এসএলএসটি নবম-দ্বাদশ চাকরিপ্রার্থীরা। ১ হাজার ১৪২ দিন ধরে ধরনাতলায় বসে তাঁরা। তাঁদের অভিযোগ, যোগ্য কারা, অযোগ্য কারা তা স্কুল সার্ভিস কমিশন না জানানোর কারণেই যত বিপত্তি। চাকরিপ্রার্থীদের আশা, সুপ্রিম কোর্টে সুবিচার পাবেন তাঁরা। চলতি সপ্তাহেই দেশের শীর্ষ আদালতে যাবেন বলে জানালেন।

এক চাকরিপ্রার্থীর কথায়, “সুপ্রিম কোর্টে তো সব পক্ষই গিয়েছে। এসএসসি, চাকরিহারা, রাজ্য সকলেই গিয়েছে। আমরাও যারা ওয়েটিং লিস্টে আছি, নিজেদের বঞ্চিত বলেই মনে করি, আমরাও যাব। আমাদের মনে হয় একটা প্যানেলে সতেরো রকমের দুর্নীতি হয়েছে। এসএসসি নিজে তার জায়গা পরিষ্কার করছে যে ‘যোগ্যদের মধ্যেও কতজন অযোগ্য আছে সেটাও আমরা সঠিকভাবে বলতে পারছি না’। আমরা চাকরিপ্রার্থীরা মনে করি বেনিফিট অব ডাউট যোগ্যরা থাকুক, ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরও নিয়োগ দেওয়া হোক।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours