দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট সাফা রায় পুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শাশুড়ি ও বৌমার মধ্যে রোজই গন্ডগোল লেগে থাকত। শনিবার রাত্রিবেলাও সেই অশান্তি হয়। এরপর রবিবার সকালে অভিযুক্ত বৌমা ভারতী নস্কর পৌঁছে যান থানায়।
'আমিই খুন করেছি', শাশুড়িকে মেরে থানায় গিয়ে আত্মসমর্পণ বৌমার
মহেশতলায় খুন
মহেশতলা: নিত্যদিন টুকটাক অশান্তি লেগেই থাকত। প্রতিবেশীদের কাছেও গিয়েও নাকি বৃদ্ধা শাশুড়ি গিয়ে বলতেন, বৌমা অত্যাচার করে। তা বলে এই কাণ্ড ঘটবে তা হয়ত ভাবতেও পারেনি কেউ। বৃদ্ধা শাশুড়িকে খুন করলেন গৃহবধূ। তারপর নিজে গিয়েই আত্মসমর্পণ করলেন থানায়।
দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট সাফা রায় পুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শাশুড়ি ও বৌমার মধ্যে রোজই গন্ডগোল লেগে থাকত। শনিবার রাত্রিবেলাও সেই অশান্তি হয়। এরপর রবিবার সকালে অভিযুক্ত বৌমা ভারতী নস্কর পৌঁছে যান থানায়।
মহেশতলা জিনজিরা ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। বলেন, “আমিই শাশুড়িকে খুন করেছি।” এরপর মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে। তাঁকে নিয়ে যাওয়া হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে। সেখানে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর মৃত বৃদ্ধার নাম যমুনা নস্কর (৭৭)। ইতিমধ্যেই মহেশতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৌমা ভারতী নস্করকে গ্রেফতার করেছে মহেশতলা থানা পুলিশ। বৃদ্ধার ছেলে বলেন, “আমি তো কিছুই জানতাম না। শুনলাম খুন হয়েছে। মায়ের গা থেকে রক্ত বেরচ্ছে।”
Post A Comment:
0 comments so far,add yours