একের পর এক লোন করে অর্থাৎ ধার করে ছবি করতে শুরু করে দিয়েছিলেন। একটি ছবির জন্য বহু টাকা ধার নিলেও আট বছরেও সে ছবি তৈরি করে উঠতে পারেননি তিনি। আমিরের বয়স তখন মাত্র ১০।

আট বছরেও তৈরি হল না ছবি, দেনায় ডুব, মাথায় বাজ পড়ে আমিরের


আমির খানের জীবনে কঠিন অধ্যায়? হয়তো হঠাৎ শুনলে অনেকেই তা মেনে নিতে অস্বীকার করবেন। কারণ তাঁর বাবা ছিলেন ছবির প্রযোজক। সেই কারণেই তাঁর ছোটবেলা যে আর্থিকভাবে পুষ্ট থাকবে সেটাই স্বাভাবিক। তবে বাস্তবের ছবিটা তেমন ছিল না। সদ্য হিউম্যান অব বম্বের এক সাক্ষাৎকারে তেমনটাই খোলসা করেন আমির খান। তাঁর বাবা তাহির হুসেন ছিলেন ছবি প্রযোজক। কিন্তু তিনি ছবির জগত সম্পর্কে খুব একটা ধারণা রাখতেন না। যার ফলে একের পর এক লোন করে অর্থাৎ ধার করে ছবি করতে শুরু করে দিয়েছিলেন। একটি ছবির জন্য বহু টাকা ধার নিলেও আট বছরেও সে ছবি তৈরি করে উঠতে পারেননি তিনি। আমিরের বয়স তখন মাত্র ১০।


পরিবার দেনার দায়ে ডুবে। কীভাবে পরিস্থিতি সামলাবেন বুঝে উঠতে পারতেন না তাঁর মা। বাইরে থেকে অনেকেই হয়তো তাঁদের ভেতরের ছবিটা আঁচ করতে পারতেন না। তবে কীভাবে তাঁর মা সংসার চালাতেন তিনি সাক্ষী থেকেছেন। এই সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর চোখে জল চলে আসে। জানান, তিনি যে কঠিন পরিস্থিতি দিয়ে গিয়েছেন তা অনেকেরই অজানা, তবুও অর্থের মূল্য বুঝতে শিখেছিলেন তখন থেকেই।


তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি আমির খানকে। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। একটা সময় পর বিষয়টা এমন দাঁড়ায়, আমির খানের ছবি মানেই বক্স অফিসে হিট। যদিও শেষ তিন ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছিল। বর্তমানে খানিক বিরতিতে আমির খান।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours