ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের শুরুটা খুব ভালো হয়নি বিরাট কোহলির। চেন্নাইয়ের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে সেট হয়েও দ্রুতই ফিরেছিলেন। স্লোয়ার বাউন্সারে পরাস্থ হয়েছিলেন। গত ম্যাচে অবশ্য বিধ্বংসী ইনিংস খেলেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। আগের রাতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন বিরাট।

KKR-র বিরুদ্ধেও বিধ্বংসী, বিরাটের স্ট্রাইকরেট নিয়ে তবুও প্রশ্ন তুলছেন প্রাক্তন!


ব্রেক থেকে ফিরে ফের বিধ্বংসী মেজাজে বিরাট কোহলি। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাট কোহলি দলে জায়গা পাবেন কিনা, তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। নানা সূত্রের দাবি, বিশ্বকাপ পরিকল্পনায় নেই বিরাট। জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা অবশ্য বলে দিয়েছেন, বিরাট কোহলিকে বিশ্বকাপে চাই। শুধু বিরাটই নন, যে কোনও ক্রিকেটারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে প্রয়োজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের শুরুটা খুব ভালো হয়নি বিরাট কোহলির। চেন্নাইয়ের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে সেট হয়েও দ্রুতই ফিরেছিলেন। স্লোয়ার বাউন্সারে পরাস্থ হয়েছিলেন। গত ম্যাচে অবশ্য বিধ্বংসী ইনিংস খেলেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। আগের রাতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন বিরাট। সমস্যায় পড়েছিলেন আন্দ্রে রাসেলের বোলিংয়ে। বড় শট খেলতে অভ্যস্থ বিরাট কোহলি। যদিও রাসেলের স্লোয়ারে টাইমিং করতে পারছিলেন না।

টানা দু-ম্যাচে হাফসেঞ্চুরি। তারপরও অবশ্য বিরাট কোহলির স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন উঠছে। দেশের প্রাক্তন ক্রিকেটারই প্রশ্ন তুলছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিরাটের স্ট্রাইকরেট ছিল ১৫৭-এর বেশি। কেকেআরের বিরুদ্ধে ৫৯ বলে ৮৩ রান বিরাটের। স্ট্রাইকরেট ১৪০-র মতো। দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ইউটিউব চ্যানেলে বিরাটের স্ট্রাইকরেট প্রশ্ন তুলেছেন।


কেকেআরের ওপেনিং জুটির উদাহরণ টেনে বলেন, ‘সুনীল নারিন ওপেন করার সময় পরিস্থিতিটা একদম ক্লিয়ার থাকে। হয় আমি থাকবো, নয় বোলার থাকবে। প্রতিটা বলেই ছয় মারার চেষ্টা করে। বোলাররা ধারাবাহিক শর্টপিচ ডেলিভারি চেষ্টা করে। বোলাররা সাফল্য না পেলে নারিন কী করতে পারে, সেটা বেঙ্গালুরু বোলাররা ভালো ভাবেই বুঝতে পেরেছে।’

এরপরই বিরাট প্রসঙ্গ আকাশের মুখে, ‘ফিল সল্ট প্রথম ওভারে একাই ১৮ রান তুলেছে। দুর্দান্ত ব্যাটিং। ধরে নিলাম কেকেআর দুর্দান্ত বোলিং করেছে। তারপরও বিরাট কোহলির ৮৩ রানে পৌঁছতে ৫৯ বল। আর কলকাতা ৫.৫ ওভারেই ৮৫ রান তুলে নিয়েছে।’ বিরাট কোহলির স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন এই ম্যাচেই প্রথম নয়। বরং ইনিংস খেললেও টি-টোয়েন্টি এখন নিয়মিত ভাবেই তাঁর স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন ওঠে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours