লোকসভার প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার পরে
এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু মথুরাপুরে!
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এস ইউ সি আই দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে ৪২ টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা হয়, তখনই জানা যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিশ্বনাথ সরদার। প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার পরে মথুরাপুর রেল স্টেশন সংলঙ্গ এলাকায় শুক্রবার দিন থেকে দেওয়াল লিখন শুরু করে দেন এসইউসিআই
(কমিউনিস্ট) দলের প্রার্থী এবং কর্মীরা।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী বিশ্বনাথ সরদার জানিয়েছেন,কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সুন্দরবনবাসীর জীবন জীবিকা বাঁচানোর দাবিতে জনসাধারণকে নির্বাচনে এগিয়ে আসার আহ্বান জানান, বলেন_ রেলপথ জয়নগর থেকে রামগঙ্গা ভায়া রায়দিঘী মথুরাপুর লোকসভায় দীর্ঘদিনের জনসাধারণের ন্যায্য দাবি। তাছাড়া রাজ্য শাসক দলে লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
Post A Comment:
0 comments so far,add yours