শেখ শাহজাহানের নাম প্রথম জড়িয়েছিল রেশন দুর্নীতিতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি গিয়েছিল সন্দেশখালিতে। অভিযোগ, সেই সময় শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের মারধর করেন। তাঁদের গাড়ি ভেঙে দেন। ইডি-র উপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছিল।


আরও ফাঁপরে শাহজাহান, বাদ গেল না তাঁর ভাইও, ২ জনের বিরুদ্ধে নতুন করে ফের FIR
শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিন

সন্দেশখালি: দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত। ৫ জানুয়ারি ইডি হামলার পর থেকে এখনও অধরা শেখ শাহজাহান। এ দিকে, তাঁর গ্রেফতারির দাবিতে উত্তাল সন্দেশখালি। পথে নেমেছেন গ্রামের মহিলাদের একাংশ। শুধু শাহজাহান নয়, এর পাশাপাশি তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও জমি দখল, বাড়িঘর ভাঙচুরের মতো একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। এবার নতুন করে শেখ শাহজাহানের ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

শেখ শাহজাহানের নাম প্রথম জড়িয়েছিল রেশন দুর্নীতিতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি গিয়েছিল সন্দেশখালিতে। অভিযোগ, সেই সময় শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের মারধর করেন। তাঁদের গাড়ি ভেঙে দেন। ইডি-র উপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছিল।

তবে এখন সন্দেশখালির পরিস্থিতি আলাদা। উত্তাল সন্দেশখালিকে শান্ত করার জন্য জায়গায় জায়গায় ক্যাম্প বসিয়েছে পুলিশ। সেখানে গিয়ে অভিযোগ জমা দিচ্ছেন সাধারণ মানুষ। গত ১৯ ফেব্রুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি দুই মহিলার অভিযোগের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এবার ফের এই তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শুধু তাই নয়, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। প্রতিদিন নতুন করে অভিযোগ জমা পড়ছে। সেগুলো খতিয়ে দেখে নতুন করে কিছু এফআইআর হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours