হরিহর আত্মা রুদ্রনীল ঘোষ এবং কাঞ্চন মল্লিক। দুই অভিনেতার কেরিয়ার শুরু হয়েছে একইভাবে। একই সময়। সুখ-দুঃখের সঙ্গী তাঁরা। দু'জনেরই বয়স ৫০ পেরিয়েছে। কিন্তু তাঁদের মধ্যে অমিল--একজন তৃতীয় বিয়ে সারলেন। 

একজন এই ৫০-এও অবিবাহিত। প্রিয় বন্ধু কাঞ্চনের তিন নম্বর বিয়ের খবর পেয়ে  বলেছেন রুদ্রনীল ঘোষ?

'...কাঞ্চন যেন শারীরিকভাবে সুস্থ থাকে', প্রিয় বন্ধুর তৃতীয় বিয়ের খবর পেয়ে এটাই বললেন অবিবাহিত রুদ্রনীল
প্রিয় বন্ধু কাঞ্চনের তিন নম্বর বিয়ে দেখে কী বলছেন রুদ্রনীল?

দুই হরিহর আত্মা। একজন বিয়ে করেছেন তিনবার। একজন এখনও অবিবাহিত। একজন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন। অন্যজন সেই নির্বাচনেই বিজেপির হয়ে দাঁড়িয়ে হেরেছেন ভবনীপুর কেন্দ্র থেকে। একজন বিধায়ক, একজন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে চাতকপাখির মতো তাকিয়ে আছেন। প্রথম জানিয়েছিলেন, ভোটের পরই তিনি বিয়ে করবেন।


এদের একজন অভিনেতা কাঞ্চন মল্লিক, অপরজন তাঁরই প্রাণের সখা অভিনেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু দুই তারকার একটা বিষয়ে মিল রয়েছে। তাঁরা দু’জনেই দুর্দান্ত অভিনেতা। টেলিভিশনের পর্দা থেকে শুরু করেন জীবন। এখন সাফল্যের চূড়ায়। দু’জনেরই বয়স পেরিয়েছে ৫০। সম্প্রতি কাঞ্চন তৃতীয় বিয়ে করেছেন চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজকে। তা দেখে রুদ্রনীল কী বলছেন বন্ধুর উদ্দেশে?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours