কাকদ্বীপ হাসপাতালে প্রথম বার সফল ভাবে করা হলো শিরদাঁড়ার কঠিন অপারেশন


কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথম শিরদাঁড়ার অপারেশন করা হল। এই অপারেশন সফল হয়েছে। রোগীও সুস্থ রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি শিরদাঁড়া ভাঙা অবস্থায় কাকদ্বীপের লট নম্বর আটের কালিকাপুর বাঘের চকের বাসিন্দা শেখ আতিয়ার রহমান হাসপাতালে ভর্তি হন। এক্সরে করে দেখা যায়, তাঁর এল-৫ এস-১ হার ভেঙে গিয়েছে। রোগীর কোমরে প্রচন্ড ব্যথা ছিল। বাম পা তুলতে পারছিলেন না। উঠে বসা তো দূরের কথা, পাস মুড়তেও পারছিলেন না। এম আর আই করে দেখা যায়, শিরদাঁড়ার শিরা গুলি চেপে গিয়েছে। এই পরিস্থিতিতে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয় চিকিৎসা।
 কিন্তু অন্য হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার কথা বলা হলে, আতিয়ারের স্ত্রী জানান তাঁদের কোন আর্থিক ক্ষমতা নেই। এরপরই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ ডাক্তারবাবু জয়দীপ মন্ডল বিষয়টি নিয়ে হাসপাতালের সুপারের সঙ্গে আলোচনা করেন। শেষে হাসপাতালে পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, কাকদ্বীপ হাসপাতালেই অপারেশন করা হবে। সেই মত আতিয়ারের স্ত্রীর অনুমতি নিয়ে শনিবার অপারেশন করা হয়। 

কাকদ্বীপ হাসপাতালে প্রথম বার সফল ভাবে করা হলো শিরদাঁড়ার কঠিন অপারেশন, এই অপারেশন সফল হয়েছে। রোগীও সুস্থ রয়েছেন।    


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours