তিন দিন নিখোঁজ থাকার পর খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার হরিপুর এলাকায়। মৃত যুবকের নাম অধীর দাস (২৮)। বাড়ি ওই এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিন অধীর বাড়ি থেকে বেরিয়েছিল। এদিন রাতে সে আর বাড়ি ফেরেনি। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অধীরের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। শেষ পর্যন্ত শুক্রবার রাতে প্রতিবেশীরা একটি খালে তার মৃতদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তার বাড়িতে ও থানায়। পরে পুলিস ঘটনাস্থলে গিয়ে অধীরের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি ভাবে ওই যুবকের মৃত্যু হল পুলিস তার তদন্ত শুরু করেছে।
Post A Comment:
0 comments so far,add yours