সাত সকালে হাড়হিম করা খুন ঘিরে চরম উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সাগরে
২৫ শে ফেব্রুয়ারী রবিবার সাত সকালে হাড়হিম করা খুন ঘিরে চরম উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের অধীন পাখিরালা গ্ৰামে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সম্পর্কের টানাপোড়েনের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী-‌র গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, ধারালো কাটারি দিয়ে স্ত্রীর-‌র গলা ও মাথায় একাধিকবার বার কোপ দেয় অভিযুক্ত স্বামী।

 খুনের পর সাইকেলে চেঁপে গাঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী,২৪ শে ফেব্রুয়ারি শনিবার স্থানীয় বাজার থেকে ওই গৃহবধূর স্বামী শুকদেব কাটারি কেনে বলে দাবী এলাকাবাসীর,এরপর সাগরের ওসি শুভেন্দু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, মৃত ওই গৃহবধ নাম অনিমা মণ্ডল নাইয়া বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছর,অভিযুক্ত স্বামী শুকদেব নাইয়া রায়দিঘী পূর্ব শ্রীধরপুর সরকারপাড়া এলাকায় 
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বছর পাঁচেক আগে রায়দিঘির পূর্ব শ্রীধরপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা শুকদেবের সঙ্গে বিয়ে হয় সাগরের মুড়িগঙ্গা -‌১ গ্রাম পঞ্চায়েতের অধীন পাখিরালার গ্রামের বাসিন্দা অনিমার। দম্পতির আগে বছর চারেকের সন্তানও আছে। এরমধ্যে বছর দুয়েক আগে শুকদেব দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে অনিমা ও শুকদেবের বিবাদ চরমে ওঠে। অনিমাকে শারীরিক ও মানসিত অত্যাচার করতে থাকে তার স্বামী শুকদেব। একমাত্র সন্তানকে নিয়ে রায়দিঘির শ্বশুরবাড়ি থেকে সাগরের বাপেরবাড়িতে চলে আসেন অনিমা। সম্প্রতি ছেলেকে নিজের কাছে নিয়ে যাওয়ার বাহানায় সাগরে এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করে শুকদেব। ২৫ শে ফেব্রুয়ারী রবিবার সকালে অনিমা বাড়িতে একা ছিলেন, সেইসময় বাড়িতে ঢুকে ঘুমন্ত অনিমাকে কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপাতে কোপাতে হত্যা করে অনিমার স্বামী শুকদেব,এরপর জানতে পারেন প্রতিবেশীরা,

ওই বিষয়ে ওই মৃত ওই গৃহবধূর দিদি বাবা ও প্রতিবেশীরা আমাদের ক্যামেরার সামনে কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours