গ্রামবাসীদের একাংশের সামনে শিবু, উত্তমদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। লিখিত অভিযোগ জমা দেওয়ার আবেদনও করলেন। প্রয়োজনে চাঁদা তুলে টাকা মেটানোর অশ্বাস দিয়েছেন।

 সন্দেশখালিকাণ্ডে তিন সদস্যের কমিটি গঠন তৃণমূলের, ‘আতঙ্কে থাকলেই যোগাযোগ করুন’, বলছেন পার্থ
সন্দেশখালিতে পার্থ ভৌমিক

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে দলীয় কমিটি গঠন তৃণমূল কংগ্রেসের। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখতেই তৈরি করা হয়েছে এই কমিটি। গৌর রায়, অষ্টমী দাস, গণেশ দাসকে নিয়ে তৈরি করা হয়েছে তিন সদস্যের কমিটি। উপদ্রুত এলাকায় বাড়ি বাড়ি যাবেন কমিটির সদস্যরা। অভিযোগ পেলে তা নথিভুক্ত হবে, তারপরই তা খতিয়ে দেখা হবে। 


একইসঙ্গে গ্রামবাসীদের একাংশের সামনে শিবু, উত্তমদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। লিখিত অভিযোগ জমা দেওয়ার আবেদনও করলেন। প্রয়োজনে চাঁদা তুলে টাকা মেটানোর অশ্বাস দিয়েছেন। টাকা মেটানোর আশ্বাস দিয়েছেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোও। বীরভূম থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি কেউ মনে করে কারও কাছ থেকে কেউ কিছু নিয়েছে তাহলে সেটাও ফিরিয়ে দেওয়া হবে। এটা মনে রাখবেন আমি যখন যেটা বলি আমি সেটা করি।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours