লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানাতে তৃণমূলে ভাঙন।
তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়েই কি দলবদলের সিদ্ধান্ত? এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা?
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালি মন্ডল।
গতবারে তিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে জয়লাভ করে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন কল্পনা মালি মন্ডল। কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের থেকে ভোটের টিকিট দেওয়া হয়নি তাকে।
অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে নামখানা গ্রাম পঞ্চায়েতের সদস্য নামখানার দ্বারিকনগর এলাকার বাসিন্দা সুকদেব সাহু। এবারের পঞ্চায়েত নির্বাচনে শুকদেবকেও দলের তরফে টিকিট দেওয়া হয়নি। পাশাপাশি একই সাথে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন নামখানার দ্বারিকনগর গ্রামের তৃণমূলের জোনাল সভাপতি সুকুমার পাত্র। এছাড়াও আজ নামখানা ব্লক থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা।
Post A Comment:
0 comments so far,add yours