বেন ফোকসের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েছিলেন। রবিনসনকে নিয়ে ১০২ রান যোগ করেন। রুট একদিক আগলে রাখলেও উল্টোদিকে রিভার্স সুইপের ট্রেন্ডে ফেরেন ওলি রবিনসন। রিভার্স সুইপের চেষ্টায় কট বিহাইন্ড ওলি রবিনসন। কেরিয়ারের প্রথম টেস্ট হাফসেঞ্চুরি করেন রবিনসন। তিনি ফেরেন ৫৮ রানে। এক ওভারে জোড়া ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা। এক ঘণ্টা অপেক্ষা শেষে ১৬ বলের মধ্যেই ইংল্যান্ডের বাকি তিন উইকেট নেয় ভারত।
 

তিন উইকেট সাবাড় জাডেজার, রুট অপরাজিতই; ইংল্যান্ড শেষ ৩৫৩ রানে

ভারতকে চ্যালেঞ্জ করার মতো স্কোরে পৌঁছে দিয়েছিলেন জো রুট। ম্যাচের প্রথম মধ্যাহ্নভোজের বিরতিতে ১১২-৫ থেকে ৩০২-৭ স্কোরে দিন শেষ করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় নতুন বলের সুযোগ থাকলেও ভারত প্রথম দিন তা নেয়নি। নজর ছিল, দ্বিতীয় দিনের শুরুতে নতুন বল নিয়ে ইংল্যান্ডকে দ্রুত অলআউট করা। যদিও ওলি রবিনসনকে নিয়ে শতরানের জুটি গড়েন জো রুট। দিনের প্রথম উইকেটের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় প্রায় ঘণ্টাখানেক। অবশেষে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামল ৩৫৩ রানে। বিস্তারিত জেনে নিন  এর এই প্রতিবেদনে।

বেন ফোকসের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েছিলেন। রবিনসনকে নিয়ে ১০২ রান যোগ করেন। রুট একদিক আগলে রাখলেও উল্টোদিকে রিভার্স সুইপের ট্রেন্ডে ফেরেন ওলি রবিনসন। রিভার্স সুইপের চেষ্টায় কট বিহাইন্ড ওলি রবিনসন। কেরিয়ারের প্রথম টেস্ট হাফসেঞ্চুরি করেন রবিনসন। তিনি ফেরেন ৫৮ রানে। এক ওভারে জোড়া ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা। এক বলের ব্যবধানেই ক্রিজে সদ্য আসা শোয়েব বশির বড় শট খেলতে গিয়ে মিসটাইম করেন। রজত পাতিদার ক্যাচ নিতে ভুল করেননি।

প্রথম ঘণ্টা শেষে ড্রিঙ্কস ব্রেক। এর পরের ওভারেই জেমস অ্যান্ডারসনকে লেগ বিফোর করেন জাডেজা। অনেক ক্ষণ ধরে আবেদন করার পর অবশেষে আউটের সিদ্ধান্ত আম্পায়ার কুমার ধর্মসেনার। জেমস অ্যান্ডারসন রিভিউ নিলেও কোনও লাভ হয়নি। এ দিন এক ঘণ্টা অপেক্ষা শেষে ১৬ বলের মধ্যেই ইংল্যান্ডের বাকি তিন উইকেট নেয় ভারত। সব কটিই জাডেজার ঝুলিতে। কিংবদন্তি জো রুটকে অবশ্য টলানো যায়নি। ১২২ রানে অপরাজিত থাকেন জো রুট। সব মিলিয়ে ইনিংসে ৪ উইকেট জাডেজার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours