ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ জয়ের সামনে পৌঁছে গিয়েছে ভারত। রাঁচি টেস্টের তৃতীয় দিন হঠাইৎ দলের এক সতীর্থর উপর চটলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। কী এমন হল, যার ফলে রেগে লাল হলেন রোহিত?
হিরো হতে হবে না... রাঁচিতে হঠাৎ রেগে লাল রোহিত!
কলকাতা: মহেন্দ্র সিং ধোনির শহরেই ইংলিশব্রিগেডকে হারিয়ে সিরিজ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। রাঁচি টেস্টের (Test) তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর থেকেই ভারতীয় সমর্থকরা সিরিজ জয়ের খুশির মেজাজে চলে গিয়েছেন। তাঁদের মতে এই সিরিজ জয় ভারতের জন্য শুধু সময়ের অপেক্ষা। অবশ্য তার মাঝেই ঘটল এক অনভিপ্রেত ঘটনা। রাঁচি টেস্টের তৃতীয় দিন হঠাইৎ দলের এক সতীর্থর উপর চটলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। কী এমন হল, যার ফলে রেগে লাল হলেন রোহিত?
আসলে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা হঠাৎই রেগে গিয়েছেন টিমের এক ক্রিকেটারের উপর। কিন্তু রোহিত সত্যিই যে তাঁর এক সতীর্থর উপর বিরাট রেগেছেন, তেমনটা পুরোপুরি বলা যায় না। বড় দাদার মতো শাসন অবশ্য তিনি করেছেন। বিষয়খানা বিস্তারিত বলা যাক… চতুর্থ টেস্টের তৃতীয় দিন ভারতের তরুণ ক্রিকেটার সরফরাজ খান হেলমেট ছাড়া ক্লোজ ইন পজিশনে ফিল্ডিং করতে দাঁড়িয়েছিলেন। ঘটনাটি ঘটে ঠিক সেই সময়। তখন চলছিল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। এবং ভারতীয় তারকা বোলার কুলদীপ যাদব সেই সময় বল করছিলেন। ঠিক তখনই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা সরফরাজ খানকে বলেন, ‘আরে ভাই, হিরো হতে হবে না। হেলমেট পর।’ আসলে সরফরাজের নিরাপত্তার কথা ভেবেই রোহিত এ কথা বলেছিলেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
Post A Comment:
0 comments so far,add yours