গঙ্গাসাগর মেলা শুরুর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গঙ্গাসাগর ফেরত এক পুণ্যার্থীর।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোবর্ধন সিংহ (৬৪) রাজস্থানের শিরোধী জেলার পিঠাপুড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার গঙ্গাসাগরের স্নান সেরে বাবা কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে কচুবেড়িয়া ঘাটে ফেরার সময় রাত সাড়ে আটটা নাগাদ বাসের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন গোবর্ধন।
এরপর সেখান থেকে তড়িঘড়ি গোবর্ধনকে নিয়ে আসা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা গোবর্ধনকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার রাতেই দেহ তুলে দেওয়া হয় মৃতের ভাই অশোক সিংহের হাতে।
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours