২৫ ডিসেম্বরের সন্ধ্যার ঘটনা। বড়দিনের উৎসবে মেতে রাজ্যবাসী। ভরসন্ধ্যায় চাঁচল বাজারে লোকজনের ভিড়। এরইমধ্যে একটি সোনার দোকানে ডাকাতদল ঢুকে লুঠপাট চালায়। মাথায় হেলমেট, কারও মাথায় টুপি, মুখ ঢাকা, হাতে পিস্তল। সেই পিস্তল উঁচিয়ে ধরে একের পর এক গয়না ব্যাগে, পকেটে ভরতে থাকে তারা।


 চাঁচলে সোনার দোকানে ডাকাতির তদন্তে CID
মালদহে সোনার দোকানে ডাকাতি

মালদহ: সোনার দোকানে ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করল সিআইডি। চাঁচলে সোনার দোকানে ঘটে যাওয়া দুঃসাহসিক ডাকাতির কিনারা করতে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি টিম। সিআইডির আধিকারিকরা ঘটনাস্থলে খতিয়ে দেখেন। রাজ্যের সিআইডির ডিআরবিটি সেলের তদন্তকারীরা এদিন চাঁচলে যান। ৫ জন তদন্তকারী ছিলেন এই বিশেষ দলে। ঘণ্টাখানেক তাঁরা সোনার দোকানে ছিলেন। নানা জিনিসপত্র খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন দোকানের ম্যানেজার। থাকতে বলা হয় কর্মীদেরও।


২৫ ডিসেম্বরের সন্ধ্যার ঘটনা। বড়দিনের উৎসবে মেতে রাজ্যবাসী। ভরসন্ধ্যায় চাঁচল বাজারে লোকজনের ভিড়। এরইমধ্যে একটি সোনার দোকানে ডাকাতদল ঢুকে লুঠপাট চালায়। মাথায় হেলমেট, কারও মাথায় টুপি, মুখ ঢাকা, হাতে পিস্তল। সেই পিস্তল উঁচিয়ে ধরে একের পর এক গয়না ব্যাগে, পকেটে ভরতে থাকে তারা। দোকান প্রায় ফাঁকা করে বেরিয়ে আসে সেখান থেকে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours