সাগরের কোম্পানীছাড় এলাকায় হঠাৎই আগুন লেগে পুড়ে গেল এক ব্যক্তির একটি ধানের গাদা অল্পের জন্য রক্ষা পেল মাটির বাড়ি

দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের অধীন সাগরের কোম্পানীছাড় চব্বিশ নম্বর বুথ এলাকার গিরিধারী দাস নামে এক ব্যক্তির ধানের গাদায় হঠাৎই আগুন,এরপর তার প্রতিবেশীরা দেখতে পেয়ে টুলু পাম্প চালিয়ে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তুু ততক্ষণে সাগরের কোম্পানীছাড় এলাকার গিরিধারী দাস ওই ব্যক্তির ধানের গাঁদা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়, প্রাথমিকভাবে তার পরিবারের লোকজনের অনুমান তাদের বাড়ির বাচ্চা সন্ধ্যা দেওয়ার প্রদীপ জ্বালিয়েছিল সেই প্রদীপ থেকে আগুন লেগেছে মনে হচ্ছে,
এলাকার মানুষ বালতিতে করে জল দিয়ে এবং মোটর চালিয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে,কিন্তুু ওই এলাকার মানুষের প্রচেষ্টায় অল্পের জন্য বেঁচে গেল ওই ধানের গাদার পাশে থাকা মাটির বাড়ি,
সাগরের কোম্পানীছাড় এলাকার গিরিধারী দাস অত্যন্ত গরিব মানুষ লোকের কাছ থেকে ঠিকা খাজনায় জায়গা নিয়ে চাষ করেছিল


৩-৪ বিঘা জমি,সেই জমির সমস্ত ধান এইভাবে হঠাৎই আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যাওয়ায়,বিপুল পরিমাণের ক্ষতির সম্মুখীন হলো ওই পরিবার
এদিন ওই বিষয়ে গিরিধারী দাসের প্রতিবেশীরা আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন সুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours