হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা ছিল তেমনই ঠান্ডা বজায় থাকবে। ২২ তারিখের পর থেকে একটু একটু করে বাড়বে তাপমাত্রা। মেঘলা আকাশ বজায় থাকবে দুই বঙ্গে। কারণ হিসাবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, জলীয় বাষ্প প্রবেশ করবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে।


আগামী ২২ ডিসেম্বর থেকে 'খেল' শুরু আবহাওয়ার, আপডেড পড়ুন...
কী পরিবর্তন আসছে আবহাওয়ায়?
কলকাতা: নভেম্বরে ধোকা দিলেও ডিসেম্বরে শীত কিন্তু জাঁকিয়ে বসেছে। বাঙালীকে একটুও আশাহত করছে না ঠান্ডা। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় চাগিয়ে ব্যাটিং করছে শীত। মহানগরী কলকাতাতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম রয়েছে। তবে এর মধ্যে ফের হতাশার খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা ছিল তেমনই ঠান্ডা বজায় থাকবে। ২২ তারিখের পর থেকে একটু একটু করে বাড়বে তাপমাত্রা। মেঘলা আকাশ বজায় থাকবে দুই বঙ্গে। কারণ হিসাবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, জলীয় বাষ্প প্রবেশ করবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours