ভারত সরকারের পরে কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতে রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গা আরতি
সামনের ২০২৪-এর জানুয়ারীতেই গঙ্গাসাগর মেলা,আর গঙ্গাসাগর মেলা যত এগিয়ে আসছে গঙ্গাসাগর সহ গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের রুপ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে,ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা মাঠ জুড়ে শুরু হয়েছে তারই প্রস্তুুতি,তবে ডিসেম্বরের ৩ তারিখ রবিবার ভারত সরকারের পক্ষ থেকে গঙ্গা সংস্কৃতি যাত্রা উপলক্ষে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র সৈকতে গঙ্গারতী করা হয়েছিল,এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও সাগর ব্লক প্রশাসনরে পক্ষ থেকে পবিত্র গঙ্গাকে দূষন মুক্ত ও পরিবেশকে রক্ষা করতে ১০৮ জন পুরোহিত নিয়ে ৬ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় আবারো গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের পবিত্র স্নান ঘাটে অনুষ্ঠিত হোলো গঙ্গাআরতী। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রয়,সাগরের জয়েন্ট বিডিও রাজেন্দ্র প্রসাদ সিং,সহ বহু বিশিষ্ট ব্যাক্তবর্গ,বুধবার সন্ধ্যায় ওই গঙ্গাআরতীর অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই শেষ হয়, আর এই গঙ্গাআরতী দেখতে ভীড় জমিয়েছেন তীর্থযাত্রী সহ সাগরের বহু মানুষ
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours