গঙ্গাসাগর মেলার প্রস্তুুতি খতিয়ে দেখতে এসে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে স্নানের ঘাট গুলি পরিদর্শন করলেন জেলাশাসক সুমিত গুপ্তা

২০২৪ এর জানুয়ারি মাসে পৌষ সংক্রান্তির দিনে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন পূর্ণ লাভের আশায়,কুম্ভ মেলার পর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা এই গঙ্গাসাগরে বসে,তাই হাতে আর মাত্র কয়েকটা দিন,আর ২০২৪ এর গঙ্গাসাগর মেলাকে ঘিরে জেলা প্রশাসনের তৎপরতার সঙ্গে জোর কদমে শুরু হয়েছে গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরের মেলা মাঠ সাজানোর কাজ। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ক্যালেন্ডার বলছে,আগামী ২০২৪ এর ১৪ই জানুয়ারি গঙ্গাসাগরে পবিত্র পুন্যস্নান, বহু বাধা অতিক্রম করে প্রতি বছর গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন পূর্ণের আশায় এই গঙ্গাসাগরে। সেই কথা মাথায় রেখে পুণ্যার্থীদের আরো বেশি সুবিধা দিতে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সামনে শুরু হয়েছে স্নানের ঘাট গুলি তৈরীর কাজ,তাই ৮ই ডিসেম্বর শুক্রবার বিকেলে ২০২৪-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুুতি খতিয়ে দেখতে এসে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে স্নানের ঘাট গুলি পরিদর্শন করলেন জেলাশাসক সুমিত গুপ্তা,
এদিনের জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,কাকদ্বীপ মহকুমার শাসক মধুসূদন মন্ডল,সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও,সাগরের বিডিও কানাইয়া কুমার রয়,জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি,GBDA চেয়ারম্যান তথা জেলা পরিষদের সহ-সভাপতি সীমন্ত মালি, সাগর থানার ভারপ্রাপ্ত অধিকারীক শুভেন্দু দাস, গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত অধিকারীক বাপি রায় GNDA এর EO নীলাঞ্জন তরফদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা,
এদিন গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সামনে স্নানের ঘাট গুলি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জেলাশাসক সুমিত গুপ্তা আসুন আমরা প্রত্যেকেই শুনে নেই আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours