ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের কোস্টাল থানার কালিনগর দাসপাড়া এলাকায়। আবহাওয়া খারাপ থাকার কারণে গত ২-৩ দিন ধরেই মাঝ সমুদ্র থেকে ট্রলার ফিরছে নিজের ঘাটে। কেউ ফিশিং করেই আসছেন কেউ আবার ফিশিং না করেই আবহাওয়ার কারণে ফিরে আসছেন। বছরের শুরু থেকেই ইলিশের দাম ক্রমশ কড়া। ইলিশের যোগান থাকলেও সাধারণ মানুষের পাতে থাকছে না ইলিশ। তার মধ্যে সামনেই আসছে বাঙালির রান্না পুজোর মরশুম। সেই সময় ঘটলো এমন এক কাণ্ড। 
স্থানীয় সূত্রে জানাযায় কাকদ্বীপ এলসিটি ঘাট এর দিক থেকে কাকদ্বীপ লট নং ৮ নতুন রাস্তার দিকে মাছ বোঝাই করে যাচ্ছিলো লরিটি। সময় আনুমানিক সকাল ১১:২০ নাগাদ। কালিনগর দাসপাড়ার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে পরে যায়। গাড়িতে থাকা ক্যারেট বোঝাই মাছ ছড়িয়ে যায় রাস্তায়, ড্রাইভার পলাতক। 
সঙ্গে সঙ্গে পাশপাশি থাকা স্থানীয়রা এসে মাছ গুলিকে গুছিয়ে আবার ক্যারেটে বোঝাই করতে থাকেন। ঘটনা স্থলে আসেন কাকদ্বীপ কোস্টাল থানার পুলিশ, পুরো বিষয়টিকে খতিয়ে দেখেন। খোঁজ চালানো হচ্ছে কিভাবে ঘটোলো এমন বিপত্তি। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। 

কাকদ্বীপ ডট কম নিউজ টিম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours