নামখানা বিডিও অফিসের রিলিফ গোডাউন নির্মাণের শুভ উদ্বোধন
এক দিনের কর্মসূচি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকে এসে পৌঁছলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। নামখানা বিডিও অফিসের রিলিফ গোডাউন নির্মাণের শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। তিনি জানান প্রায় ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয় এই কাজের জন্য। নির্বাচনের জন্য কাজ করা যায়নি তাই আজ এই গোডাউন এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। দুর্যোগ প্রবন এলাকায় যে পরিমাণ রিলিফ মেটেরিয়ালস আসে, দুর্যোগগ্রস্থ সাধারণ মানুষদের দেওয়ার পরেও অনেক সময় রিলিফ মেটেরিয়ালস থেকে যায় মূলত সেই অতিরিক্ত রিলিফ মেটেরিয়ালস রাখার জন্য এই গোডাউন করা হলো। এই রিলিফ গোডাউন রাজ্যের সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু কিছু জায়গায় করা হবে। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্তিত ছিলেন নামখানা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, জেলা পরিষদের সহকারী সভাপতি সীমান্ত কুমার মালি।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours