হঠাৎ কী এমন হল যে সতীর্থর পাশে দাঁড়াতে গিয়ে লিওনেল মেসির প্রসঙ্গ তুললেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান?

Shadab Khan: 'মেসি ইংরেজি না বললে ঠিক আছে, আর আমাদের বেলায়...', সতীর্থর পাশে দাঁড়িয়ে এক হাত নিলেন শাদাব খানShadab Khan: 'মেসি ইংরেজি না বললে ঠিক আছে, আর আমাদের বেলায়...', সতীর্থর পাশে দাঁড়িয়ে এক হাত নিলেন শাদাব খান
Follow us
google-news-icon
নয়াদিল্লি: এক-দু’বার নয়, ইংরেজি বলতে গিয়ে একাধিকবার একাধিক পাকিস্তানের (Pakistan) ক্রিকেটারকে ট্রোলড হতে হয়েছে। পাকিস্তানের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা একাধিক বার ইংরেজিতে কথা বলতে গিয়ে হোঁচট খেয়েছেন। মাঝে মাঝে অনেক পাক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় ভুল ইংরেজিতে লিখে পোস্ট শেয়ারও করেন। যা নিয়ে নেটদুনিয়ায় কম হাসি-ঠাট্টা হয় না। অনেক পাক ক্রিকেটার রয়েছেন, যাঁরা ইংরেজি বলতে না পারলেও ভাঙাচোরা ইংরেজি বলে নেটিজ়েনদের ট্রোলের শিকার হয়েছেন। ক্রীড়াক্ষেত্রে এমন অনেকেই রয়েছেন যাঁরা ইংরেজি বলতে না পারলেও সারা বিশ্বে নিজেদের ছাপ রেখেছেন। তেমনই এক ক্রীড়াবিদ হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। এ বার কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির ইংরেজি বলতে না পারার কথা উল্লেখ করে শাদাব খান (Shadab Khan) তাঁর এক সতীর্থর পাশে দাঁড়ালেন। বিস্তারিত জেনে নিন 


হঠাৎ কী এমন হল যে সতীর্থর পাশে দাঁড়াতে গিয়ে লিওনেল মেসির প্রসঙ্গ তুললেন শাদাব খান? আসল ঘটনা হল, সম্প্রতি সোশ্যাল মিডিয়া X এ নিজের কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট করেছিলেন পাক তারকা অলরাউন্ডার শাদাব খান। সেই ছবির ক্যাপশনে শাদাব লেখেন, ‘মডেলিং স্কিল উন্নত হয়েছে? আমার সতীর্থদের থেকে শিখেছি।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours