নলকূপের দাবিতে আইসিডিএসএস সেন্টারের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের
নামখানা: দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের মদনগঞ্জ এলাকার ২১৭ নম্বর সেন্টারের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের, এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে মদনগঞ্জ এলাকায় আইসিডিএস সেন্টার চত্বরে নলকূপের জন্য বহু প্রশাসন কিংবা পঞ্চায়েত কে জানানোর পরেও সূরা না পাওয়ায় আজ আইসিডিএস দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন তাদের দাবি অবিলম্বে আইসিডিএস সেন্টারের সামনে একটি নলকূপ বসানোর জন্য,
এ বিষয়টি নিয়ে আইসিডিএস এর দিদিমনির সঙ্গে কথা বলে জানা যায় তিনি এই বিষয়টি নিয়ে বহুবার তিনার প্রশাসনকে জানিয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে কোন কাজ করছে না বলে অভিযোগ ওই আইসিডিএস সেন্টারের দিদিমনির
Post A Comment:
0 comments so far,add yours