কাকদ্বীপের নান্দাভাঙ্গা গ্রামে বাঘের আতঙ্ক ছড়ালো গতকাল রাত ভোর চলে তল্লাসি চাঞ্চল্য এলাকায়।

শনিবার রাতে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়নপুরের নান্দাভাঙ্গা এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘ আতঙ্কে ঘর ছেড়ে বাঁশ, লাঠি হাতে রাস্তায় বেরিয়ে পড়ে এলাকার বহু মানুষ। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দিন রাত্রি ৮ টা নাগাদ নারায়নপুরের নান্দাভাঙ্গা এলাকায় এক স্থানীয় মানুষ বিশাল আকৃতির একটি জন্তুু দেখতে পায়। তারপরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে বেরিয়ে পড়ে এলাকার মানুষজন। পরে এলাকার অন্যান্য মানুষজন ওই জন্তুুটির গর্জনের আওয়াজ শুনতে পায়। সেই সঙ্গে ওই নান্দাভাঙ্গা এলাকায় বেশ কিছু জায়গায় কিছু পায়ের ছাপ দেখতে পায় এলাকার মানুষজন। যে পায়ের ছাপ গুলিকে বাঘের পায়ের ছাপ বলে অনুমান করছেন এলাকাবাসীরা। পাশাপাশি নান্দাভাঙ্গা এলাকার বাসিন্দা শংকর সামন্ত বলেন তিনি বাঘের মতন দেখতে বিশাল আকৃতির একটি জন্তুুকে দেখেছেন তার পুকুর পাড়ে। শংকর সামন্তর অনুমান ওই জন্তুুটি বাঘ ছিল। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে বাঘের আতঙ্ক। ঘর ছেড়ে বেরিয়ে আসে এলাকার মানুষজন। পাশাপাশি বাঁশ ও লাঠি হাতে বাঘের খোঁজ চালাতে শুরু করে এলাকাবাসীরা। তবে দু একজনের চোখে প্রথমে ওই জন্তুুটি দেখা দিলেও পরে এলাকাবাসীরা কোথাও জন্তুুটিকে আর খুঁজে পায়নি, জন্তুটিকে খুঁজে না পেয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। খবর দেওয়া হয় নামখানা বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা। তবে ওই নান্দাভাঙ্গা এলাকায় পাওয়া জন্তুুর পায়ের ছাপ দেখে বনদপ্তরের কর্মীরা অনুমান করছেন বাঘ নয়, বাঘরোল কিংবা বিশাল আকৃতির কোন বন্য বিড়াল লোকালয়ে ঢুকে পড়েছে। তবে দীর্ঘ খোঁজাখুঁজি করেও বনদপ্তরের কর্মীদের নজরে পড়েনি জন্তুুটি। তবে বাঘের আতঙ্কে রয়েছে গোটা নান্দাভাঙ্গা এলাকার বাসিন্দারা।

 ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডলের 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours