গঙ্গাসাগর মেলা ২০২৪-এর বৈঠক অনুষ্ঠিত হলো কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে,উপস্থিত জেলাশাসক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী 

আগস্ট মাস শেষ হতেই শুরু হলো গঙ্গাসাগর মেলার তোরজোড়। ৩১শে আগস্ট বৃহস্পতিবার বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিদের নিয়ে ম্যারাথন বৈঠক হল কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে। এদিন ওই বৈঠকের উপস্থিত ছিলেন,সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা,কাকদ্বীপের মহাকুমার শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মন্টুরাম পাখিরা,সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। এদিন বৈঠকে মূলত গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের ভাঙ্গন ও মুড়িগঙ্গা নদীর চর নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জানা গিয়েছে, খুব শীঘ্রই মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু হবে। এছাড়াও অক্টোবর মাস থেকে গঙ্গাসাগরের ভেঙে যাওয়া সমুদ্র সৈকতের কাজ শুরু হবে। তবে ২০২৪-এর গঙ্গাসাগর মেলায় অতীতের মত সব ব্যবস্থাই থাকছে,

এদিন কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে ২০২৪-এর গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক শেষে কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে জেলাশাসক সুমিত গুপ্তা কি বললেন শুনুন

এদিন কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে ২০২৪-এর গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক শেষে কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কি বললেন শুনুন

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours