আগামী ২ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে সমস্ত ট্রলার গুলিকে সোমবারের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দিলো মৎস্য দপ্তর।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হাওয়া কারনে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র আর সেই কারণে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ,পাথর প্রতিমা,সহ গঙ্গাসাগরের কয়েক হাজার ট্রলার এই মুহূর্তে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ভরা ইলিশের মরসুমে মাছ না ধরে ফিরে আসায় বড়সড় লসে মুখে মৎস্যজীবীরা। সবে মাত্র ভালো পরিমাণে ইলিশ মাছ আসতে শুরু করেছে আর হটাৎ করে আবহাওয়া খারাপ থাকার জন্যে সমস্ত মৎস্যজীবী ট্রলারকে এই মুহূর্তে ফিরে আসতে হচ্ছে। এই বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, মৎস্য দপ্তরে তরফে আমাদের জানানো হয়েছে আগামী দুই আগস্ট বুধবার পর্যন্ত সমুদ্র উত্তল থাকবে সমস্ত ট্রলার গুলিকে ৩১ জুলাই সোমবারের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে। এমনিতেই সমুদ্র খুব উত্তাল রয়েছে আগেভাগেই সমস্ত ট্রলার ফিরে আসছে। তবে এই মুহূর্তে সমুদ্রে ভালো মাছ রয়েছে আর আবহাওয়া খারাপের জন্য ট্রলার গুলি ফিরে আসায় ক্ষতি মৎস্যজীবীদের।,
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours