নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পথে বিজেপি
আজ অর্থাৎ বুধবার দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের সর্বমোট সাতটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী নামখানা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে যাওয়া সেই গ্রাম পঞ্চায়েতটি হল ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সর্বমোট কুড়িটি আসনের মধ্যে 12 টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। সাতটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং বাকি একটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী নামখানা ব্লকের অন্তর্গত এই ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। সকাল থেকেই ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে ঘিরে বিজেপির প্রস্তুতি একেবারেই তুঙ্গে। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সামনে লাগানো হয়েছে সারিসারি বিজেপির দলীয় পতাকা। সকাল থেকেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সামনে এসে উপস্থিত হয়েছেন সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জী। তবে বিজেপির তরফে জানানো হয়েছে আজ আর অল্প কিছু সময় পরে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজ শুরু করবে তারা। ইতিমধ্যে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে পঞ্চায়েতের পথে রওনা দিয়েছে। তবে বোর্ড গঠনকে ঘিরে পঞ্চায়েত চত্বরে জারি রয়েছে ১৪৪ ধারা। তাই স্বাভাবিকভাবেই গ্রাম পঞ্চায়েত থেকে খানিকটা আগেই বসানো হয়েছে পুলিশের বেরিকেট এবং সেই বেরিকেট পেরিয়ে বিজেপির দলীয় সমর্থকদের ঢুকতে দেওয়া হচ্ছে না গ্রাম পঞ্চায়েতে। পাশাপাশি ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জয়ী বিরোধী প্রার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সকাল থেকে গ্রাম পঞ্চায়েত এলাকায় রাখা হয়েছে কড়া পুলিশি নজরদারি।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours