নামখানার বেলতলা এলাকায় নদী বাঁধের বেহাল দশা, জোয়ারের জলোচ্ছ্বাসের ভয়ে নদীবাঁধ পাহারায় গ্রামবাসী।
কথায় বলে "নদীর ধারে বাস দুঃখ বারো মাস"তেমনি সমস্যার মধ্য দিয়ে ভুগছে নামখানার বেলতলা এলাকার গ্রামবাসীরা বর্ষাকালে কোটাল পড়লেই গ্রামবাসীদের ঘুম ছুটে যায় জোয়ারের সময়। এই বুঝি নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হবে। এমনই এক ঘটনা সাক্ষী থাকলো নামখানা ব্লকের বেলতলা এলাকার গ্রামবাসীরা। আজ দ্বাদশীর কোটাল আর দুপুরে গ্রামবাসীর মহিলা পুরুষ সবাই নদীর বাঁধে, কারণ বর্তমানে সরু বাঁধের জোরাজীর্ণ অবস্থা, এমনকি জাহাজ চলছে ধার ঘেঁষে ফলেই তার ঢেউএ আরো ভাঙছে নদী বাঁধ। বারবার প্রশাসনকে জানিও কোন কাজ হয়নি অভিযোগ এলাকাবাসীর, গ্রামবাসীর আরো অভিযোগ বর্ষা পড়লে নদী বাঁধের কাজ শুরু হয় তারপরে প্রস্তুতকারী সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে পালিয়ে যায়। প্রশাসন কে বারবার জানিও কোন কাজ হচ্ছে না। তাই প্রতিদিনই জোয়ার হলেই এলাকাবাসীদের নদী বাঁধে আসতে হয় এই বুঝি বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হলো।
Post A Comment:
0 comments so far,add yours