স্কুটি চালকের অসাবধানতার কারণে কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসেল ঘাটের পল্টন থেকে মুড়িগঙ্গা নদীতে পড়ে গেল ১টি স্কুটি
১৪ ই আগস্ট সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসেল ঘাট থেকে স্কুটি নিয়ে একজন যাত্রী গঙ্গাসাগরে যাওয়ার জন্য লট নম্বর এইটের ভেসেলের পল্টনে নামতে গিয়ে অসাবধানতাবশত মুড়িগঙ্গা নদীতে পড়ে গেল একটি স্কুটি,সেই সময় মুড়িগঙ্গা নদীতে জোয়ারের জল পর পর বাড়ছিল,ওই সময় কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসেল ঘাটে কোন ভেসেল ছিলনা,এর পাশাপাশি ওই সময় গঙ্গাসাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটের দিক থেকে ভেসেল লট নম্বর এইটের ভেসেল ঘাটে আসছিল,তার আগে কাকদ্বীপের লট নম্বর এইটের ভেসেল ঘাটের পল্টনে নামতে গিয়ে অসাবধানতাবশত মুড়িগঙ্গা নদীতে পড়ে যায় ওই স্কুটিটি,এরপর সিভিল ডিফেন্স ও জলর সাথী এবং ভেসেল কর্মীরা সহ এলাকার স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় মুড়িগঙ্গা নদীর জল থেকে স্কুটিকে উদ্ধার করা সম্ভব হয়,
তবে কাকদ্বীপ ডট কমে ভিউয়ার্সদের কাছে আমাদের কাকদ্বীপ ডটকমের পক্ষ থেকে একটাই অনুরোধ আপনারা যারা প্রতিনিয়ত বাইক এবং স্কুটি নিয়ে ভেসেলে যাতায়াত করেন নিজেরা একটু সচেতন থাকবেন,না হলে আপনাদের অসাবধানতার কারণে আপনাদেরও বাইক এবং স্কুটি এই ভাবে যে কোন মুহূর্তে মুড়িগঙ্গা নদীতে পড়ে যেতে পারে,তাই আপনারা সবসময়ের জন্য সচেতন থাকুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours