আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ
২৩ শে আগস্ট বুধবার বিকেলে দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানার অধীন দেউলা এলাকার একটি ক্লাবের মধ্যে এরা জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে,
আমরা সাধারণত এলাকার নামে অথবা মনীষীদের নামেই বিভিন্ন এলাকার ক্লাবের নাম শুনি কিন্তুু ক্লাবের নামই যদি হয় বাহুবলী ? ভাবা যায় ! তাহলে বুঝুন কত কাণ্ডই না ঘটে এই ক্লাবে । শেষমেস ক্লাবের অস্তিত্বই মুছে দিলেন ডায়মন্ড হারবারের দাবাং অফিসার মিতুন কুমার দে ।
খবর ছিল বেশ কয়েকদিন ধরেই। কিন্তুু দুষ্কৃতীরা বুঝতেই পারেনি তাঁদের উপর নজর রাখছিলেন ডায়মন্ড হারবারের এই দাবাং অফিসার । ২৩ শে আগস্ট বুধবার আচমকাই usti থানার oc বৈদ্যনাথ দাস এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ডায়মন্ড হারবারের SDPO মিতুন কুমার দে দেউলা স্টেশন লাগোয়া দেউলার বাহুবলী ক্লাবে হানা দেন ......উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি , চপার এবং নেপলা ...
এই ঘটনায় এখনও অবধি গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত দুষ্কৃতি ফিরোজ মোল্লা ওরফে লাল্টু , আজিজেল মোল্লা ওরফে বোগো মোল্লা , সয়েদ গাজী এবং রাহুল গাজীকে । এছাড়াও গা ঢাকা দিয়েছে আরও 5/6 জন দুষ্কৃতী।
এরা প্রত্যেকেই ওই এলাকায় ডাকাতি করার প্রস্তুুতি নিচ্ছিলো, ধৃতদের ২৪ শে আগস্ট বৃহস্পতিবার ডায়মন্ডহারবার মহকুমার আদালতে পেশ করা হবে
সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Post A Comment:
0 comments so far,add yours