অবশেষে অভিযোগ করার প্রায় এক মাসের মাথায় কাকদ্বীপে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার এলাকার এক স্কুলছাত্র। ২৪ শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কাকদ্বীপ এলাকা থেকে এফআইআরে নাম থাকা একাদশ শ্রেণির ওই ছাত্রকে গ্রেফতার করে হারুডপয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ধৃতকে ২৫শে আগস্ট শুক্রবার জেলার জুভেনাইল জাস্টিস কোর্টে পেশ করা হবে। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করেছেন মৃত ছাত্রের পরিবার। উল্লেখ্য, গত ১৭ জুলাই কাকদ্বীপের একটি স্কুলের দশম শ্রেণির এক মেধাবী পড়ুয়া আত্মঘাতী হয়। সেই ঘটনায় ওই ছাত্রকে বারবার হেনস্থা, হুমকির অভিযোগ ওঠে ধৃত এলাকার পড়ুয়া ও তার সঙ্গীদের বিরুদ্ধে। পাশাপাশি একটি ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল পড়ে যায়। সেই ভিডিওতে মৃত ছাত্র পায়ে ধরে ক্ষমা চাইছে অভিযুক্ত পড়ুয়ার। এই ভিডিও প্রকাশ না করার অনুরোধ করেছিল মৃত ছাত্র। কিন্তুু পরবর্তী সময় সেই ভিডিও ভাইরাল হয়ে যায় বিভিন্ন সামাজিক মাধ্যমে। এই ঘটনায় ২৭ জুলাই হারুডপয়েন্ট কোষ্টাল থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ তদন্তে গড়িমসি করছিল বলে অভিযোগ করেছিলেন মৃত ছাত্রের পরিবার। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ তুলেছিল পরিবার। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এফআইআরে নাম থাকা এক ছাত্র গ্রেফতার হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনায় বাকি জড়িতদেরও সন্ধান চলছে
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours