মুখ্যমন্ত্রী বলেন, ধূলিয়ান, সামসেরগঞ্জ, ভগবানগোলা, নদিয়ায় গঙ্গা ভাঙন রোধে বারবার কেন্দ্রকে বলা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্য়ানের টাকা চাইলে তাও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।

Mamata Banerjee: 'প্রধানমন্ত্রীর কাছে ৫০ বার গিয়েছি', বলেই শুধরে নিলেন মমতামমতা বন্দ্যোপাধ্যায়।
মালদহ: মালদহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ কর্মসূচিতে শামিল হয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক বঞ্চনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার ইংরেজবাজারে অধিবেশন কর্মসূচিতে যোগ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নদী ভাঙন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। সে প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, “এই গঙ্গাভাঙন ১০০ বছর ধরে চলছে। সবাই এসেছে, চলে গিয়েছে। কিছুই করেনি। অথচ এটা কেন্দ্রের অধীনে। ফরাক্কা কেন্দ্রের অধীনে। আমাদের জল বাংলাদেশকে দিলে আপত্তি নেই। হাসিনাজিকে আমি ভালবাসি। কিন্তু আমাকে যে তার পরিবর্তে ৭০০ কোটি টাকা দেবে বলেছিলে, আমার বাংলা সরকারকে দেবে বলেছিলেন, আজও তো দাওনি।” এরপরই মমতা বলেন, “প্রধানমন্ত্রীর কাছে ৫০ বার গিয়েছি।” যদিও পরমুহূর্তেই মমতা এই বক্তব্য শুধরে নিয়ে বলেন, “৫০ বার! অতবার যাইনি। ৭-৮ বার তো গিয়েছি মুখ্যমন্ত্রী হওয়ার পর।”


মুখ্যমন্ত্রী বলেন, ধূলিয়ান, সামসেরগঞ্জ, ভগবানগোলা, নদিয়ায় গঙ্গা ভাঙন রোধে বারবার কেন্দ্রকে বলা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্য়ানের টাকা চাইলে তাও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। মুখ্যমন্ত্রীর কথায়, “কিছুই দেয় না, শুধু নেয়। আধার কার্ড না করলে তুমি বিদেশি। আবার চিঠি এসেছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours