তবে বর্তমানে করোনার দাপট কমায় কেটেছে দুরাবস্থা। ভ্রমণ হোক বা অফিসের কাজ, এখন দূর-দূরান্তে যাওয়ার ক্ষেত্রে অনেক মানুষই বেছে নিচ্ছেন বিমানকে।

Indian Airlines: কোভিড কাঁটা সরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিমান পরিষেবা, যাত্রী পরিবহণে হয়ে গেল আকাশছোঁয়া রেকর্ড
নয়া দিল্লি: বাসে, ট্রেনে, মেট্রোয় ভিড় তো ছিলই, এবার টেক্কা দিচ্ছে বিমানও (Indian Airlines)। বড় রেকর্ড হয়ে গেল রবিবার। ছুটির দিনে বিমান চড়লেন ৪ লক্ষ ৫৬ হাজার ৮২ জন যাত্রী। যা সাম্প্রতিককালের মধ্যে বড় রেকর্ড বলে জানাচ্ছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Civil Aviation Minister Jyotiraditya Scindia)। তাঁর সাফ দাবি, এই ছবিতেই স্পষ্ট দেশ এগোচ্ছে। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে করোনার দাপটে রীতিমতো ধুঁকছিল ভারতের বিমান পরিষেবা। কমেছিল যাত্রীর সংখ্যা। কমেছিল বিমান সংস্থাগুলির আয়। একপ্রকার বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতেও বাধ্য হয়েছিল অনেক সংস্থা। 


তবে বর্তমানে করোনার দাপট কমায় কেটেছে দুরাবস্থা। ভ্রমণ হোক বা অফিসের কাজ, এখন দূর-দূরান্তে যাওয়ার ক্ষেত্রে অনেক মানুষই বেছে নিচ্ছেন বিমানকে। বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, রবিবার ২ হাজার ৯৭৮টি বিমানে চড়েছেন ৪ লক্ষ ৫৬ হাজার ৮২ জন যাত্রী। সূত্রের খবর, করোনার আগে সময়ে অন্তর্দেশীয় বিমানে প্রত্যহ চেপেছেন ৩ লক্ষ ৯৮ হাজার ৫৭৯ জন যাত্রী।



পরিসংখ্যান বলছে, মার্চে অন্তদের্শীয় বিমানগুলিতে ২১ শতাংশ যাত্রী পরিবহণ বেড়েছে আগের বছরের তুলনায়। চলতি বছরের শুরুতে জানুয়ারি থেকেই এই সংখ্যা ছিল রীতিমতো উর্ধ্বমুখী। মার্চের শেষ দিনে তৈরি হয়ে গেল নয়া রেকর্ড। এমনটাই জানাচ্ছে ডিজিসিএ। খুশির খবর শেয়ার করে এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লেখেন, ‘কোভিড পরবর্তী সময়ে ভারতীয় সিভিল এভিয়েশন সেক্টর প্রতিদিন নতুন রেকর্ড তৈরি করছে। অন্তর্দেশীয় বিমান যাত্রীর সংখ্যাবৃদ্ধি ভারতের ক্রমবর্ধমান সমৃদ্ধির লক্ষণ।’ 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours