আদালতের অনুমতি মিললেও সেনাবাহিনী অনুমতি দিলে তবেই অবস্থানে বসতে পারবেন মামলাকারীরা। আদালত এবং পুলিশের দেওয়া শর্ত মেনে করতে হবে আন্দোলন।

Calcutta High Court: ১৬ মাস ধরে মিলছে না বেতন! 'মনরেগা'র কর্মীদের বিক্ষোভে অনুমতি দিল হাইকোর্টবিচারপতি রাজাশেখর মান্থা
কলকাতা: ধর্মতলা চত্বরে একাধিক বিক্ষোভ কর্মসূচি চলছে ইতিমধ্যেই। কোথাও নিয়োগের দাবিতে, কোথাও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে চলছে অবস্থান। এবার অবস্থানে বসার অনুমতি চাইলেন পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি সহ একাধিক সংগঠনের কর্মীরা। MGNREGA-এর অধীনে কর্মরত ওই শ্রমিকেরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। বকেয়া বেতন ও স্থায়ীকরণের দাবিতে শহিদ মিনারে অবস্থানে বসতে চান তাঁরা। সেই বিক্ষোভের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।


পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি সহ বাকি মামলাকারী সংগঠনগুলিকে আদালতের তরফে অনুমতি দেওয়া হয়েছে এদিন। একটানা ১২ দিন অবস্থান বিক্ষোভের পর অনুমতি দিয়েছে আদালত। ওই শ্রমিকেরা ১০০ দিনের কাজ সহ একাধিক কাজের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

বিচারপতি মান্থা জানিয়েছেন, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অবস্থানে বসতে পারবেন শ্রমিকেরা। প্রাথমিকভাবে কলকাতা পুরসভার পাশেই অবস্থানে বসার অনুমতি চেয়েছিলেন মামলাকারীরা। শহরের প্রাণকেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করতে চান তাঁরা। যদিও সেই আবেদনে মান্যতা দেয়নি আদালত।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours