বিপুল জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন মোদীর
বিপুল জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কর্নাটকবাসীর প্রত্যাশা পূরণের জন্য কংগ্রেসকে শুভেচ্ছাও জানালেন তিনি। পাশাপাশি কর্নাটকবাসীর এই ফলাফল মাথা পেতে নিলেন নমো।



তিনি শনিবার বিকেলে টুইট বার্তায় লিখলেন, “কর্নাটক নির্বাচনে যাঁরা আমাদের সমর্থন করেছেন আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আমি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করতে চাই। আমরা আগামী দিনে আমাদের আরও বেশি করে কর্নাটকের মানুষের সেবা করতে হবে।”

13 May 2023 05:27 PM (IST)
কর্নাটকবাসীকে স্যালুট, কংগ্রেসের নাম উল্লেখ করলেন না মমতা
কর্নাটকে বিজেপিতে উৎখাত করতে পারার জন্য কর্নাটকবাসীকে স্যালুট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



13 May 2023 05:20 PM (IST)
‘বাংলার সবাই কংগ্রেসে চলে আসুন’, কর্নাটকের জয়ে ‘ফুটছেন’ অধীর
কর্নাটকে জিতছে কংগ্রেস। আত্মবিশ্বাসের সুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলায়। তাঁর সাফ দাবি, দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে বিকল্প একটাই। আর সেটা কংগ্রেসই।

বিস্তারিত পড়ুন: Congress Victory: ‘বাংলার সবাই কংগ্রেসে চলে আসুন’, কর্নাটকের জয়ে ‘ফুটছেন’ অধীর

13 May 2023 05:19 PM (IST)
বিজেপির ভোটব্যাঙ্কে ধসের ‘কারিগর’ কি লিঙ্গায়তরাই, কেন মুখ ফেরালেন তাঁরা?
সম্পূর্ণ ফল সামনে আসার আগেই দেখা যাচ্ছে ধস নেমেছে বিজেপির লিঙ্গায়ত ভোট ব্যাঙ্কে। কর্নাটকের নির্বাচন নিয়ন্ত্রণ করে এই বিশেষ সম্প্রদায়ই। অন্ততপক্ষে ১০০টি আসনের ফল নির্ভর করে লিঙ্গায়ত ভোটব্যাঙ্কের উপর। কেন এরকম হল? হঠাৎ কেন লিঙ্গায়ত সম্প্রদায় মুখ ফেরালো গেরুয়া শিবির থেকে? কী বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা?

বিস্তারিত পড়ুন: Karnataka Election 2023: বিজেপির ভোটব্যাঙ্কে ধসের ‘কারিগর’ কি লিঙ্গায়তরাই, কেন মুখ ফেরালেন তাঁরা?

13 May 2023 05:17 PM (IST)
এবার কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন?
কর্নাটকে জয়ের পথে কংগ্রেস। এবার দলের কাছে আরও বড় চ্যালেঞ্জ। মুখ্য়মন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের মধ্যে কাকে বেছে নেবে কংগ্রেস তাই নিয়ে শুরু হয়ে নয়া চাপানউতর।

বিস্তারিত পড়ুন: Karnataka Election 2023: জয়ের আনন্দেও অস্বস্তি, সিদ্দারামাইয়া না শিবকুমার – কে হবেন মুখ্যমন্ত্রী?


13 May 2023 05:14 PM (IST)
ঘৃণার বাজার বন্ধ, খুলল ভালবাসার দোকান: রাহুল
কর্নাটকে জয়ের খবরের মাঝেই দিল্লিতে কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন রাহুল গান্ধী। তিনি এই জয়কে ‘শক্তির কাছে ক্ষমতার হার’ বলে উল্লেখ করেন। সঙ্গে বলেছেন, ‘কর্নাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালবাসার দোকান খুলল।’

আরও পড়ুন: ‘ঘৃণার বাজার বন্ধ, খুলল ভালবাসার দোকান’, কর্নাটকে জয়ের পর মন্তব্য রাহুলের

13 May 2023 05:11 PM (IST)
‘জেলে দেখা করতে এসেছিলেন সনিয়া’, কেঁদে ফেললেন শিবকুমার
কনকপুরা কেন্দ্র থেকে জয়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হন শিবকুমার। তারপর তাঁর জেলে থাকাকালীন সনিয়ার দেখা করতে আসার স্মৃতি চারণা করে কেঁদে ফেলেন কংগ্রেস নেতা।

বিস্তারিত পড়ুন: DK Shivkumar on Karnataka Result: ‘জেলে থাকার সময় দেখা করতে এসেছিলেন সনিয়া’, আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন শিবকুমার


13 May 2023 05:08 PM (IST)
বিধায়ক ‘চুরি’ রুখতে ‘অ্যান্টি অপারেশন লোটাস’ রাহুল ব্রিগেডের
যাতে গত নির্বাচনের পাশার দানের উল্টে যাওয়ার পুনরাবৃত্তি না হয়, তার জন্য ফল প্রকাশের আগেই বিধায়কদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি কংগ্রেসের।

বিস্তারিত পড়ুন: Congress: রেডি চার্টার্ড ফ্লাইট,’ বিধায়ক ‘চুরি’ রুখতে ‘অ্যান্টি অপারেশন লোটাস’ রাহুল ব্রিগেডের

13 May 2023 05:05 PM (IST)
সদর দফতরে হনুমান সেজে তুমুল নাচ কং-নেতাদের
কর্নাটকে জয়ের পথে এগোতেই তুমুল উচ্ছ্বাস কংগ্রেস শিবিরে। একেবারে হনুমান সেজে মাঠে নেমে পড়লেন দলের কর্মী-সমর্থকরা।

বিস্তারিত পড়ুন: Karnataka Election 2023: সদর দফতরে হনুমান সেজে তুমুল নাচ কং-নেতাদের

13 May 2023 05:02 PM (IST)
চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই হার মানলেন বোম্মাই
চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ভোট গণনা চলাকালীনই হার স্বীকার করলেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

বিস্তারিত পড়ুন: ‘আমরা পারলাম না’, চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই হার মানলেন বোম্মাই

13 May 2023 04:58 PM (IST)
ম্যাজিক ফিগার ছোঁয়ার খুব কাছাকাছি কংগ্রেস
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ১০৩ টি আসনে জয়ী কংগ্রেস। আর ৩৩ টি আসনে এগিয়ে রয়েছে। ৫০ টি আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি এবং ১৪ টি আসনে এগিয়ে রয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours