এই ঘটনায় কেউ বা বলছেন, গম্ভীরকে যোগ্য জবাব দিলেন বিরাট। আবার অনেকেই বিরাটের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন। গ্যালারির বড় সমর্থন যে বিরাটের দিকেই ছিল তা পরিষ্কার। পুরস্কার বিতরণের সময়ও গ্যালারি থেকে কিং কোহলি ধ্বনি ওঠে। গ্যালারিকে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গম্ভীরের সেই ইঙ্গিতও ফিরিয়ে দেন বিরাট। লখনউ শিবিরের অনেকের সঙ্গে হাসি মুখে কথা বললেও গম্ভীরের ক্ষেত্রে উলাট-পুরান।
Virat vs Gambhir Watch Video: ম্যাচ শেষে বিরাট-গম্ভীর 'নিউটনের তৃতীয় সূত্র', পার পেলেন না নবীনও
Image Credit Source: IPL
দীপঙ্কর ঘোষাল : ‘ফর এভরি অ্যাকশন, দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়্যাকশন’। লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্স ম্যাচের পর এমন চিত্রই দেখা গেল একানা স্টেডিয়ামে। বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর। পার পেলেন না তরুণ আফগান পেসার নবীন উল হকও। চিন্নাস্বামীতে থ্রিলার জিতেছিল লখনউ সুপার জায়ান্টস। বড় রান তাড়া করতে নেমে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল এলএসজি। মাঠে বিরাট কোহলির আগ্রাসন নতুন নয়। আরসিবির নিয়মিত অধিনায়ক থাকাকালীনই হোক কিংবা জাতীয় দলের নেতা। বহুবার নানা বিতর্কে জড়িয়েছেন। তেমনই উল্লেখযোগ্য আইপিএলে গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলি। কেকেআরের অধিনায়ক থাকাকালীন বিরাটের সঙ্গে ব্যাপক ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। এখনও সেই রেশ কাটেনি। এ বারের আইপিএলে চিন্নাস্বামীতে জয়ের পরই বিরাট কোহলিকে উদ্দেশ্য করে ‘চুপ’ ইঙ্গিত করেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। ফিরতি ম্যাচে একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচের পর ফের বিবাদে জড়ালেন এই দুই ক্রিকেটার। বিস্তারিত জেনে নিন

আরসিবি টস জিতে প্রথমে ব্যাট করে। বোর্ডে মাত্র ১২৬ রান। তাই নিয়েই প্রথম বল থেকেই আগ্রাসী ক্রিকেট। প্রথম ওভারেই কাইল মেয়ার্সকে ফিরিয়ে লখনউ শিবিরে ধাক্কা দেন মহম্মদ সিরাজ। ফিল্ডিংয়ে গুরুতর চোট পাওয়ায় ব্যাটিং অনিশ্চিত ছিল লখনউ অধিনায়ক লোকেশ রাহুলের। ওপেন করেন আয়ুষ বাদোনি এবং মেয়ার্স। তিনে নামেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ক্রুনাল পান্ডিয়া। ম্যাক্সওয়েল বোলিংয়ে আসেন। বিরাট কোহলির ক্যাচে ফেরেন পান্ডিয়া। ক্যাচ নিয়ে গ্যালারিতে অনুষ্কা এবং আরসিবি সমর্থকদের দিকে ফ্লাইং কিস বিরাটের। পাশাপাশি ইঙ্গিতে বোঝান, ‘আমি এখনও মাঠে আছি, চিন্তা কোরো না।’ ব্যাটার বিরাট কোহলি মাত্র ৩১ রানের অবদান রাখলেও ফিল্ডার কোহলি একশো শতাংশের বেশি দিলেন। শর্ট এক্সট্রা কভারে অনবদ্য একটি ক্যাচ নিয়ে বিরাটও ‘চুপ’ করার ইঙ্গিত করেন। নিয়মিত ব্যবধানে উইকেট নিতে আরসিবি। বিরাট আগ্রাসনও বাড়তে থাকে। লোকেশ রাহুল চোট নিয়েই শেষ উইকেটে নামেন। শেষ অবধি ১৮ রানের রুদ্ধশ্বাস জয় আরসিবির। বল হাতে তিন উইকেট, ব্যাটিংয়েও মরিয়া লড়াই চালান আফগান পেসার নবীন উল হক। সে সময়ই বিরাটের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন নবীন। ম্যাচ শেষে নবীনের সঙ্গে হাত মেলাননি বিরাট। দু-জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। তবে আসল বিতর্ক বিরাট-গম্ভীরের মধ্যেই।



লখনউ ওপেনার বিরাটের সঙ্গে কথা বলছিলেন। সে সময় গম্ভীর এসে মেয়ার্সকে সরিয়ে নেন। বিরাট কিছু একটা মন্তব্য করেন। গম্ভীরও পাল্টা দিতে থাকেন। লখনউ সুপার জায়ান্টস প্লেয়ার এবং সাপোর্ট স্টাফরা গম্ভীরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। বিরাটও এগিয়ে আসেন। গম্ভীরের কাঁধে হাত রেখে সম্ভবত আগের ম্যাচের ঘটনা মনে করান। দু-জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। বিরাটকে সরিয়ে নিয়ে যান লোকেশ রাহুল। বিতর্ক যেন থামতেই চায় না। রাহুলের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনায় দেখা যায় বিরাটকে। গম্ভীরের সঙ্গে কেনই বা এমন সমস্যা, সেটাই হয়তো বর্ণনা করছিলেন রাহুলের কাছে। বিরাটকে পাল্টা বোঝান রাহুলও। বিষয়টি মিটেও যেন মেটে না। গম্ভীরের সঙ্গে বিবাদ নানা ভাবেই চলতে থাকে।


এই ঘটনায় কেউ বা বলছেন, গম্ভীরকে যোগ্য জবাব দিলেন বিরাট। আবার অনেকেই বিরাটের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন। গ্যালারির বড় সমর্থন যে বিরাটের দিকেই ছিল তা পরিষ্কার। পুরস্কার বিতরণের সময়ও গ্যালারি থেকে কিং কোহলি ধ্বনি ওঠে। গ্যালারিকে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি গম্ভীরের সেই ইঙ্গিতও ফিরিয়ে দেন বিরাট। লখনউ শিবিরের অনেকের সঙ্গে হাসি মুখে কথা বললেও গম্ভীরের ক্ষেত্রে উলাট-পুরান।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours