কুণালে বক্তব্য, ওই অসহায় ব্যক্তির হাতে তো ফোন ছিল। তিনি যখন শিশুটির দেহ নিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন, তখন নিশ্চয়ই আত্মীয়-পরিজন, পাড়া-প্রতিবেশীদেরও প্রশ্ন করেছিলেন। সেই কথা বলেই কুণালের প্রশ্ন, 'পাড়া প্রতিবেশীরা কি অপেক্ষা করছিলেন কখন ব্রেকিং নিউজ় হবে আর সরকারকে গালাগাল দেবেন!'

Kaliaganj Deadbody: 'পাড়া প্রতিবেশীরা কি অপেক্ষা করছিলেন কখন ব্রেকিং নিউজ় হবে?', কালিয়াগঞ্জের ঘটনায় প্রশ্ন কুণালেরকুণাল ঘোষ
কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliaganj) একের পর এক বিতর্ক। কালিয়াগঞ্জের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বেশ অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক শিবিরকে। এরই মধ্যে আবার নতুন অস্বস্তি। অভিযোগ উঠেছে, টাকার অভাবে অ্য়াম্বুলেন্স ভাড়া করতে পারেননি অসহায় এক বাবা। পাঁচ মাসের সন্তানের দেহ (Child Death) ব্যাগের মধ্যেই পুড়ে বাড়িতে নিয়ে আসতে হয়েছে তাঁকে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রবিবার রাতেই দেখা করেছেন পরিবারের সঙ্গে। তৃণমূল শিবিরের তরফেও পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে। পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। আর এবার গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বক্তব্য, ওই অসহায় ব্যক্তির হাতে তো ফোন ছিল। তিনি যখন শিশুটির দেহ নিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন, তখন নিশ্চয়ই আত্মীয়-পরিজন, পাড়া-প্রতিবেশীদেরও প্রশ্ন করেছিলেন। সেই কথা বলেই কুণালের প্রশ্ন, ‘পাড়া প্রতিবেশীরা কি অপেক্ষা করছিলেন কখন ব্রেকিং নিউজ় হবে আর সরকারকে গালাগাল দেবেন!’


তৃণমূল মুখপাত্র বলছেন, কালিয়াগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত খারাপ এবং এক বিচ্ছিন্ন ঘটনা। শিশু চিকিৎসায় এ রাজ্য নজিরবিহীন উন্নতি করেছে বলেও দাবি কুণালের। বললেন, ‘বাংলায় শিশু মৃত্যু কত কমেছে , তা একবারও তো বললেন না।’ শিশুর দেহ নিয়ে আসার জন্য টাকার অভাবে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না বলে যে অভিযোগ উঠেছে, সেটি নিয়েও মুখ খুললেন কুণাল। তাঁর বক্তব্য, ‘অ্যাম্বুলেন্স চিকিৎসাধীন রোগীর জন্য, মৃতদেহের জন্য নয়।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours