গুরবাজের কাট শট ধরতেই জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখানো হল। বিরাটের ফিল্ডিং এবং হাসিতে গ্য়ালারিতেও চিৎকার। ফিল্ডিংয়ে যতই এনার্জি দেখান, বিরাটকে ব্যাটিংয়ে দেখতেই বেশি আনন্দ।

KKR vs RCB : স্পিনের ফাঁদে বিরাট কোহলি, মাইলফলকের ম্যাচে নারিনের গিফ্ট!
Image Credit Source: Twitter
দীপঙ্কর ঘোষাল : প্রথম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়াম বিরাট শো দেখেছিল। ৮২ রানে অপরাজিত ছিলেন। বিধ্বংসী ব্য়াটিং করেন বিরাট। ইডেনের সমর্থকরাও বিরাট কোহলির ব্য়াটিং দেখার আশায় ছিলেন। ম্যাচের আগের আবহতে বোঝা যায়নি কলকাতার হোম ম্যাচ নাকি আরসিবির! দর্শকদের মধ্যে অধিকাংশই বিরাটের নাম লেখা আরসিবি জার্সিতে এসেছিলেন। শুরুতে পয়েন্টে ফিল্ডিং করছিলেন বিরাট। গুরবাজের কাট শট ধরতেই জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখানো হল। বিরাটের ফিল্ডিং এবং হাসিতে গ্য়ালারিতেও চিৎকার। ফিল্ডিংয়ে যতই এনার্জি দেখান, বিরাটকে ব্যাটিংয়ে দেখতেই বেশি আনন্দ। আরসিবি সমর্থকদের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হতে দেননি সুনীল নারিন। মাইলফলকের ম্যাচে যেন নিজেকে সেরা উপহার দিলেন নারিন। বিস্তারিত 


বোর্ডে বড় রান। ফলে বোলাররা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন। চিন্নাস্বামীতে প্রথম ম্যাচই শুধু নয়, ইডেনে কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচ অর্থাৎ ২০১৯ সালের এপ্রিলে, শতরান করেছিলেন বিরাট কোহলি। সেই ইনিংস এখনও অনেকের স্মরণে রয়েছে। তেমনই কিছু আসছে কিনা, অনেকেই ভেবেছিলেন। সেই প্রস্তুতি নিয়েই এসেছিলেন। মাঠের বাইরে হোক বা গ্যালারি। বিরাট গর্জন স্থায়ী হল না। কেরিয়ারের ১৫০তম আইপিএল ম্যাচে ব্যাট হাতে অবদান রাখার সুযোগ পাননি নারিন। বোলিংয়ে জমিয়ে দিলেন।



বিরাট-ডুপ্লেসি জুটিতে শুরুটা গত ম্যাচের মতোই ভালো হয় আরসিবির। পঞ্চম ওভারে আক্রমণে নারিন। পেসারদের বিরুদ্ধে স্বস্তিতে ছিলেন বিরাট কোহলি। প্রথম ওভার স্পিন এবং ফাঁদে পা দিলেন বিরাটও। বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে এ ভাবে ফেরানো, নারিনের কাছে স্পেশাল গিফ্ট। ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন বিরাট কোহলি। ব্য়াট-প্য়াডের ফাঁক দিয়ে বোল্ড। সেই উইকেটেই আরসিবি শিবিরে অস্বস্তির শুরু। ওপেনিং জুটি ভাঙতেই ক্রমশ চাপে পড়ে আরসিবি। সুনীল নারিন ৩ ওভারের প্রথম স্পেলে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। বিরাট সহ আউট করেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকেও।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours