চলতি আইপিএলে ফের একটা রূদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল। লড়াই করেও জিততে পারল না রাজস্থান রয়্যালস। শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন লখনউয়ের আবেশ খান।
RR vs LSG IPL Match Result: শেষ ওভারের থ্রিলারে ম্যাচের মোড় ঘোরালেন আবেশ, ঘরের মাঠে হার পিঙ্ক আর্মিরশেষ ওভারের থ্রিলারে ম্যাচের মোড় ঘোরালেন আবেশ, ঘরের মাঠে হার পিঙ্ক আর্মির
সঙ্ঘমিত্রা চক্রবর্তী : ১৬তম আইপিএলে (IPL 2023) ফের একটা রূদ্ধশ্বাস শেষ ওভারের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। চার বছর পর সোয়াই মানসিং স্টেডিয়ামে ফিরল আইপিএলের ম্যাচ। ঘরের মাঠে ম্যাচ হলেও পিঙ্ক আর্মির মুখে শেষ হাসি ফুটল না। টেবল টপার রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে নেমেছিল দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস (LSG)। প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৫৪ রান তোলে সুপার জায়ান্টসরা। কম রানের পুঁজি নিয়েও শেষ অবধি জিতল লখনউ। শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। যা কিন্তু খুব কঠিন ছিল না। কিন্তু শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবেশ খান (Avesh Khan)। যার ফলে শেষ অবধি ২ পয়েন্ট এল কেএল রাহুলদের ঝুলিতে। হারতে বসা ম্যাচ জিতে চওড়া হাসি ফুটল লখনউ শিবিরে। বিস্তারিত ম্যাচ রিপোর্ট র এর এই প্রতিবেদনে।
টস হেরে প্রথমে ব্যাটিং করেছে লখনউ সুপার জায়ান্টস। শম্বুকগতিতে ইনিংস শুরু হয় লখনউয়ের। পরপর ২-৩ বার জীবনদান পাওয়ার পরও বড় রানের ইনিংস গড়তে পারেননি লখনউয়ের নেতা লোকেশ রাহুল। তিনি যখন ৬ রানে ছিলেন, সেই সময় প্রথমে তাঁর ক্যাচ মিস করেন যশস্বী জসওয়াল। এরপর তিনি যখন ৮ রানে ছিলেন, সেই সময় রান আউটের সুযোগ মিস করেন যশস্বীই। শুধু তাই নয়, ১৪ রানে যখন ছিলেন কেএল রাহুল, সেই সময় তাঁর ক্যাচ মিস করেন জেসন হোল্ডার। দেখতে দেখতে ইনিংসের মাঝপথ অবধি ক্রিজে কাটান রাহুল। ৩২ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন তিনি। ১১তম ওভারে জেসন হোল্ডার ফেরান লখনউ ক্যাপ্টেনকে।
তিন নম্বরে আয়ুষ বাদোনিকে পাঠানোর সিদ্ধান্ত কাজে দেয়নি। মাত্র ১ রান করে উইকেট হারান তিনি। চার নম্বরে নামেন দীপক হুডা। ব্যাট হাতে তিনিও নজর কাড়তে ব্যর্থ। ১৪তম ওভারে জোড়া উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ওভারের দ্বিতীয় বলে বার্থ ডে বয় দীপক হুডার (২) উইকেট তোলেন অশ্বিন। এরপর সেই ওভারের শেষ বলে ছন্দে থাকা কাইল মায়ার্সের (৫১) উইকেট তুলে নিয়ে লখনউকে বড় ধাক্কা দেন অ্যাশ। ৪০ বলে অর্ধশতরান পূরণ করেন মায়ার্স। যদিও হাফসেঞ্চুরি করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। এরপর জুটি বাঁধেন মার্কাস স্টইনিস ও নিকোলাস পুরান।
স্টইনিস-পুরান জুটি ক্যামিও ইনিংস খেলে যান। এই জুটিতে ওঠে ৪৫ রান। শেষ ওভারে ৩টি উইকেট হারায় সুপার জায়ান্টসরা। ২০তম ওভারে সন্দীপ শর্মা তুলে নেন স্টইনিসের (২১) উইকেট। এরপর রান আউট হয়ে ফেরেন পুরান (২০)। শেষ বলে রান আউট হন যুধবীর সিং। মায়ার্সের অর্ধশতরান ও স্টইনিস-পুরান জুটি ক্যামিও ইনিংসে ভর করে শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লখনউ।
১২০ বলে ১৫৫ রানের টার্গেট খুব একটা আহামরি নয়। পিঙ্ক আর্মির ব্যাটিং আক্রমণ বেশ ধারাবাহিক। রাজস্থানের ওপেনিং জুটিতেই বড় রান তুলে দেয়। ইনিংসের মাঝপথ অবধি কোনও উইকেট পাননি আবেশ-রবিরা। ১২তম ওভারে পিঙ্ক আর্মির ওপেনিং জুটি ভাঙেন মার্কাস স্টইনিস। ছন্দে থাকা যশস্বী করে যান ৩৫ বলে ৪৪ রান। ৮৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজস্থান। এরপর ভুল বোঝাবুঝিতে রান আউট হন সঞ্জু (২)। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জুটি জমার সুযোগই দেননি লখনউয়ের বোলাররা। ৪০ রান করে মাঠ ছাড়েন জস বাটলার। ১৪ ওভারে স্টইনিস ফেরান জসকে। গত ম্যাচে রাজস্থানকে জেতানো শিমরন হেটমায়ার ব্যর্থ। শেষ বেলায় জুটি বাঁধেন দেবদত্ত পাড়িক্কাল ও রিয়ান পরাগ। শেষ ওভারও অবধি এই জুটি টানলেও, আবেশ খান বড় চমক দেখান। জোড়া উইকেট তুলে নেন তিনি। বাউন্ডারি লাইনের সামনে ধ্রুব জুরেলের দারুণ ক্যাচ নেন বার্থ ডে বয় হুডা। ২০তম ওভারে জোড়া উইকেট হারিয়ে প্রায় জেতা ম্যাচ হেরে যায় রাজস্থান। শেষ অবধি ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে রাজস্থান। ১০ রানে জয়ী লখনউ।
Post A Comment:
0 comments so far,add yours