নকআউট মিলিয়ে ৪৮ ম্য়াচের বিশ্বকাপ চলবে প্রায় ৪৬ দিন। কোন মাঠে কোন দলের ম্য়াচ হবে, সে বিষয়ে বিস্তারিত ঠিক করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।


শেষ বার ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছিল। এ বার ফের ঘরের মাঠে বিশ্বকাপ। যদিও ২০১১ বিশ্বকাপে ভারত একক ভাবে আয়োজক ছিল না। এ বার ভারত একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে। অক্টোবর-নভেম্বর মাসে হবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। ১০ দলের এই টুর্নামেন্ট শুরু হতে পারে ৫ অক্টোবর থেকে। ফাইনাল ১৯ নভেম্বর। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল। সব মিলিয়ে ১২টি ভেনুতে হতে পারে বিশ্বকাপের ম্য়াচ। ঘরের ওডিআই বিশ্বকাপ নিয়ে যাবতীয় তথ্য বিস্তারিত।



জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, ৫ অক্টোবর-১৯ নভেম্বর হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। ফাইনাল আমেদাবাদে। এ ছাড়াও যে ভেনুর সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে রয়েছে-বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বই। নকআউট মিলিয়ে ৪৮ ম্য়াচের বিশ্বকাপ চলবে প্রায় ৪৬ দিন। কোন মাঠে কোন দলের ম্য়াচ হবে, সে বিষয়ে বিস্তারিত ঠিক করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তেমনই ওয়ার্ম আপ ম্য়াচগুলি কোন শহরে হবে, তাও ঠিক হয়নি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours