রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদ সুপারফার্স্ট ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
মোদি পদবি নিয়ে বিতর্কের জেরে রাহুল গান্ধী (Rahul Gandhi) দোষী সাব্যস্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে একজোট হয়ে সরব হয়েছেন বিরোধীরা। অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন কংগ্রেস কর্মীরা (Congress workers)। কোথাও ট্রেন অবরোধ তো কোথাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন রাহুল-অনুগামী কংগ্রেস কর্মী-সমর্থকেরা। আবার বিক্ষোভ পাল্টা প্রতিবাদে কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে (Congress-BJP Clash) উত্তপ্ত হল ছত্তিশগঢ়ের রায়পুর। সেই সংঘর্ষের ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


জানা গিয়েছে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান রায়পুর যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। পাল্টা বিজেপি কর্মী-সমর্থকেরা প্রতিবাদ জানাতে আসেন। তখনই দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একেবারে হাতাহাতি থেকে পাথর ছোড়াছুড়িও হয়। তারপর বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কংগ্রেস-বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



Health Ministry Meeting: ফের কি দেশে বাড়ছে করোনা? আজই বৈঠকে বসছেন স্বাস্থ্যমন্ত্রী
আবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে রেললাইনে নেমে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মী-সমর্থকেরা। একেবারে ‘ভারতীয় গণতন্ত্রের কালো দিন’ পোস্টার নিয়ে রানি কামালাপতি রেল স্টেশনে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভে জেরে মাঝপথে থমকে সুপারফার্স্ট দক্ষিণ এক্সপ্রেস ট্রেন। পরে পুলিশ ও রেলকর্মীরা বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী-সমর্থকদের রেললাইন থেকে হটিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করায়।


অন্যদিকে, মোদি পদবি নিয়ে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান পুনের বিজেপি কর্মী-সমর্থকেরা। দেশ এবং প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীনম মন্তব্য কোনভাবে বরদাস্ত করা হবে না বলে দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মোদী পদবি নিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, “সমস্ত চোরেদের নামেই কেন মোদী রয়েছে? সে নীরব মোদীই হোক, বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী?” তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে হওয়া মামলায় বৃহস্পতিবার গুজরাটের সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে এবং দু-বছরের কারাদণ্ড দিয়েছে। যদিও বর্তমানে জামিনে মুক্ত রাহুল। তবে দোষী সাব্যস্ত হওয়ায় এদিন লোকসভায় তাঁর সাংসদ পদ খারিজ করা হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours