হরিয়ানার পানিপথের জিটি রোডের উপর বিপ্লব দেবের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে।

ত্রিপুরার বিধানসভা নির্বাচন সদ্য শেষ হয়েছে। এখনও ফল ঘোষণা বাকি। এর মধ্যেই দুর্ঘটনার মুখে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব। সোমবার সকালে হরিয়ানার পানিপথের জিটি রোডে বড় দুর্ঘটনার কবলে পড়ে সাংসদের গাড়ি। বরাতজোরে প্রাণে বাঁচেন তিনি। ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়।


জানা গিয়েছে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব এদিন সকালে সড়কপথে দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন। হরিয়ানার পানিপথের জিটি রোডের উপর তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। বরাতজোরে প্রাণে বেঁচে যান বিজেপি সাংসদ। তবে ত্রিপুরা নির্বাচনের কয়েকদিনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এটা নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours