মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ঋষভ পন্থের আরোগ্য কামনা করে সকলেই প্রার্থনা করছেন। তিনি সুস্থও হচ্ছেন। এমন সময় হঠাৎ করেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব জানিয়েছেন, পন্থ সুস্থ হয়ে উঠলেই তিনি চড় মারবেন তাঁকে।


নাগপুরে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বারের বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant)। যা টিম ইন্ডিয়ার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেই গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথেই প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ওই দুর্ঘটনায় একাধিক চোট-আঘাত পান পন্থ। বিভিন্ন অস্ত্রোপচারও হয়েছে তাঁর। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পন্থের আরোগ্য কামনা করে সকলেই প্রার্থনা করছেন। তিনি সুস্থও হচ্ছেন। এমন সময় হঠাৎ করেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev) জানিয়েছেন, পন্থ সুস্থ হয়ে উঠলেই তিনি তাঁকে চড় মারবেন। এমন কেন বললেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক? বিস্তারিত জেনে নিন




Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours