নওশাদের তরফের আইনজীবী এদিন শুরুতেই বলেন, 'ওঁর সোশ্যাল স্টেটাস একটু দেখুন। উনি একজন নির্বাচিত বিধায়ক। কোনও উগ্রপন্থী নন।'

গত ২১ জানুয়ারি গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqi)। এখনও পর্যন্ত ছাড়া পাননি তিনি। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে সরব হয়েছেন তাঁর অনুগামীরা। একাধিক ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানার যে মামলায় নওশাদ গ্রেফতার হয়েছিলেন, সেই মামলায় এবার জামিনের আর্জি জানালেন বিধায়ক। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে সেই মামলার শুনানিতে নওশাদের আইনজীবী দাবি করেন, বাজেট অধিবেশন শুরু হয়েছে, তাই বিধানসভায় বিধায়কের উপস্থিতি জরুরি। পাশাপাশি, কেন ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) নওশাদের বিরুদ্ধে মামলা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী।


নওশাদের তরফের আইনজীবী এদিন শুরুতেই বলেন, ‘ওঁর সোশ্যাল স্টেটাস একটু দেখুন। উনি একজন নির্বাচিত বিধায়ক। কোনও উগ্রপন্থী নন। ওই দিন কোনও বেআইনি জমায়েত হয়নি। মিটিংয়ের অনুমতি আগে থেকেই ছিল। বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। একজন বিধায়ক হিসেবে , এলাকার উন্নয়নের স্বার্থে ওঁর অধিবেশনে উপস্থিত থাকা খুবই জরুরি।’

এরপরেই বেশ কিছু ছবি প্রমাণ হিসেবে আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী। তাঁর দাবি, ছবিতে কারা হেলমেট পরে আছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, কারা মারছে সেটাও দেখা যাচ্ছে। নওশাদের তরফের আইনজীবীরা প্রশ্ন তোলেন, তাহলে কীভাবে ৩০৭ ধারায় মামলা হয়? আইনজীবী আরও বলেন, ‘কোনও উদ্দেশ্য ছিল না।’ ৩০৭ ধারার ওই মামলায় বিধায়কের আর্থিক লেনদেন দেখার জন্য পুলিশ হেফাজতে চেয়েছে নওশাদকে। নির্দিষ্টভাবে নওশাদের কী ভূমিকা তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে দাবি করেই তাঁর জামিনের আর্জি জানানো হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours